বাঙালি দর্শকদের সিরিয়ালের (Bengali Serial) প্রতি টান যে রয়েছে সেটা নেটপাড়ায় চলতে থাকা আলোচনা দেখলেই বোঝা যায়। তবে সিরিয়াল নিয়ে যতই চর্চা হোক না কেন TRPই শেষ কথা বলে। দর্শকদের মাঝে তুমুল আলোচনা চলুক বা প্রিয় সিরিয়াল হোক, টিআরপি কমলেই শেষের দিকে এগোয় সিরিয়ালের পর্ব। অতীতে বা সম্প্রতিকালে এর একাধিক উদাহরণ মিলেছে। একাধিক সিরিয়াল বন্ধ হয়েছে বিগত কয়েক মাসের মধ্যেই।
আসলে দর্শকদের বিনোদনের জন্য ভিন্ন স্বাদের কাহিনী নিয়ে একাধিক সিরিয়ালের সম্প্রচার করা হয়। তবে সেই সিরিয়াল কত দিন চলবে সেটার অনেকটাই নির্ভর করে টিআরপি এর ওপর। সাপ্তাহিক টিআরপি রিপোর্টে ফল খারাপ হতে থাকলেই চ্যানেল সেই সিরিয়াল বন্ধ করতে একপ্রকার বাধ্য হন। তবে এসবের ধরা ছোঁয়ার বাইরে বাংলা সিরিয়ালের দুনিয়ায় একবছরেরও বেশি একপ্রকার রাজত্ব করেছে মিঠাই (Mithai)।
একটানা ৫৩ বার বেঙ্গল টপার হয়েছে মিঠাই। যেটা সিরিয়ালের ইতিহাসে রেকর্ড। কিন্তু একসময় ব্যাপক জনপ্রিয়তা থাকলেও দিন দিন কেমন যেন হারিয়ে যাচ্ছে মিঠাই ম্যাজিক। একাধিক নতুন সিরিয়ালের ভিড়ে টিআরপি দৌড়ে পিছিয়ে পড়ছে মিঠাই। শেষ প্রকাশিত টিআরপি তালিকাতেও ৫ম স্থান পেয়েছে যেটা অনেকটাই হতাশাজনক মিঠাইপ্রেমীদের কাছে।
এসবের মাঝেই নতুন করে এক খবর ছড়িয়ে পড়েছে টেলিপাড়ায়। টেলি পাড়ার অন্দরে ছড়িয়ে পড়েছে মিঠাই শেষ হওয়ার খবর। যদিও একসময় চ্যানেলের তো বটেই বাংলার সেরা সিরিয়ালের তকমা পেয়েছিল মিঠাই। তবে সম্প্রতি কমতে থাকা টিআরপি এর জেরেইনাকি এবার শেষ হবে মিঠাই সিরিয়াল। এমনকি এটাও জানা যাচ্ছে যে পুজোর পরেই নাকি শেষ হবে মিঠাই সিরিয়ালের সম্প্রচার।
পুরোনো সিরিয়াল শেষ হওয়ার সাথে সাথেই নতুন সিরিয়াল জায়গা নেয়। আর সেই মত মিঠাই শেষ হলে পুজোর পরেই নাকি আসবে একাধিক নতুন সিরিয়াল। তবে সত্যিই কি মিঠাই শেষ হবে? এর উত্তর কিন্তু সঠিকভাবে জানা যায়নি। টেলি পাড়ায় গুজব থাকলেও নির্মাতাদের তরফ থেকে কোনো অফিসিয়াল খবর মেলেনি।
প্রসঙ্গত, যে কোনো চ্যানেলে যখন একগুচ্ছ নতুন সিরিয়াল আরম্ভ হওয়ার খবর মেলে, তখনই শুরু হয়ে দর্শকদের চিন্তা। কারণ, জনপ্রিয়তা কমতে থাকা সিরিয়ালের বদলেই আনা হয় নতুন সিরিয়াল। অবশ্য কিছু সিরিয়ালের স্লট বদল করে দেওয়াও হয় অনেক সময়। বর্তমানে টিআরপি তালিকায় নিচের দিকে নামছে মিঠাই, সেই কারণেই হয়তো এমন খবর ছড়িয়ে পড়েছে। তবে এই মুহূর্তেই কিছু বলা যাচ্ছে না নিশ্চিত রূপে।