বাংলার সেরা সিরিয়াল বলতে সকলেই বোঝেন একটাই নাম,তা হল জি বাংলার মিঠাই। তাই টিআরপি স্কোর যাই হোক না কেন দর্শক মহলে কিন্তু আজও অব্যাহত মিঠাই ম্যাজিক। তাই দর্শকদের ভালোবাসা আর গোপালের আশীর্বাদে দিনে দিনে বেড়েই চলেছেন মিঠাই রানীর মোদক পরিবারের জনপ্রিয়তা। ইদানিং সিরিয়ালে এসেছে নিত্যনতুন টুইস্ট। যার ফলে সেইসাথে সিরিয়ালে এসেছে নিত্য নতুন চরিত্র।
মিঠাই সিরিয়ালের এমনই একটি নতুন চরিত্র হল দাদাই এর বান্ধবীর ললিতার মেয়ে অনুরাধা ম্যাম। ইতিমধ্যেই এই সিরিয়ালে যারা নিয়মিত দর্শক তারা দেখেছেন মিঠাই এবং তার নতুন জামাইবাবু রাতুল হঠাৎ করেই একদিন উপলব্ধি করে বাড়ির বড়বাবু অর্থাৎ শ্বশুর মশাই সমরেশের একাকিত্বের কথা। তাই তারা দুজন মিলেই সিড এবং শ্রীতমাকে বোঝাতে শুরু করে বাবার বয়স হচ্ছে। তাই তাদের বাবার জীবনে একজন অবলম্বন দরকার।
তাই ছেলে মেয়ে হয়ে এবার তাদেরভ উচিত বাবার কথা ভাবা। তাই সবাই মাইল ঠিক করে এই বয়সে বাবার সাথে অনুরাধা নামের বিয়ে দেওয়া হবে। তাই যেমন কথা তেমন কাজ! কথা মতোই পুরো পরিকল্পনা করে ফেলে হল্লা পার্টি। প্রথমে সবাই মিলে সাহস করে একথা জানায় দাদাইকে, পরে একে একে অনুরাধা ম্যাম এবং বাড়ির বাকি সবাইকে জানায় তারা এবং সবশেষে জানানো হয় পাত্র অর্থাৎ সমরেশ বাবুকে।
সিরিয়ালে দেখা গিয়েছে খুবই সাধারণ ভাবে অত্যন্ত সাদামাটা হবে বাড়িতে রেজিস্ট্রি করে বিয়ে দেওয়া হয় সমরেশ এবং অনুরাধার। এই ঘটনায় মিঠাই রানীর জীবনে দূর হয়েছে তার শাশুড়ি মা না থাকার ক্রাইসিস। তাই সবমিলিয়ে খুশির হাওয়া গোটা মোদক পরিবারে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে একটি ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে বেবিবাম্পে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন অনুরাধা। আর তার পাশেই লাইন দিয়ে একে একে বসে রয়েছেন সমরেশ থেকে শুরু করে সিড,মিঠাই,শ্রী এবং রাতুল।
তবে গোটা বিষয়টাই মিঠাই সিরিয়ালের একটি ফ্যান পেজের কীর্তি। আসলে এই পোস্টারটি বলিউডের জনপ্রিয় সিনেমা ‘বাধাই হো’-এর পোস্টার থেকে এডিট করে তৈরী করা হয়েছে। এই পোস্টারের উপর এডিট করে মুখ বসানো হয়েছে মিঠাই সিরিয়ালের কলাকুশলীদের। ছবিতে যে প্রেগনেন্ট মহিলার মুখের ওপরে অনুরাধা ম্যামের মুখ বসানো হয়েছে আসলে তিনি হলেন নীনা গুপ্তা।