• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দিদিয়ার গায়ে সিডের শার্ট, কৌশাম্বীর গায়ে আদৃতের জামা দেখেই চটল মিঠাই ভক্তরা!

Published on:

Mithai Serial Didiya Kaushambi Chakraborty shirt creates buzz on social media

‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের নায়ক সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায়কে (Adrit Roy) নিয়ে দর্শকমহলে পাগলামির শেষ নেই। দীর্ঘ ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমী দর্শকদের মনে রাজ রীতিমতো রাজ করছেন পর্দার উচ্ছেবাবু।

বিশেষ করে মহিলা মহলে অর্থাৎ বাংলার অসংখ্য তরুণীদের কাছে বং ক্রাশ তিনি। তাই প্রিয় অভিনেতার খুঁটিনাটি সমস্ত বিষয়েই সারাক্ষণ সব খবর রাখেন অনুরাগীরা। প্রিয় অভিনেতার  ছোট থেকে ছোট বিষয় সবকিছুই একেবারে নখ  দর্পণে থাকে অনুরাগীদের। তাই অদৃতের শার্ট অন্য কেউ পরে ঘুরে বেড়াবেন আর তা অনুরাগীদের চোখে পড়বে না এমনটা না হওয়াটাই অস্বাভাবিক।

মিঠাই,Mithai,আদৃত রায়,Adrit Roy,সিদ্ধার্থ,Sidhartha,বাংলা সিরিয়াল,Bengali Serial,দিদিয়া,Didia,কৌশম্বি চক্রবর্তী,Kaushambi Chakraborty,শার্ট,Shirt,ট্রোল,Troll

সম্প্রতি তেমনি সহ অভিনেতা অদৃতের শার্টের মত দেখতে হুবহু একই শার্ট গলিয়েই মিঠাই ভক্তদের একাংশের ক্ষোভের মুখে পড়লেন অভিনেত্রী কৌশম্বি চক্রবর্তী (Kaushambi Chakraborty)। প্রসঙ্গত এই একই সিরিয়ালে সিডের পিসতুতো দিদি দিদিয়া চরিত্রে অভিনয় করছেন কৌশম্বি।

মিঠাই,Mithai,আদৃত রায়,Adrit Roy,সিদ্ধার্থ,Sidhartha,বাংলা সিরিয়াল,Bengali Serial,দিদিয়া,Didia,কৌশম্বি চক্রবর্তী,Kaushambi Chakraborty,শার্ট,Shirt,ট্রোল,Troll

বেশ কিছুদিন ধরেই টেলিপাড়ায় শোনা যাচ্ছে তাঁদের প্রেমের গুঞ্জন। কিন্তু বরাবরই নিজেদের শুধুমাত্র ভালো বন্ধু বলেছেন তাঁরা। তবে মুখে যতই না-না করুক না কেন এদিন সোশ্যাল মিডিয়ায় অদৃতের শার্ট পরা একটি ছবি দিয়ে সেই জল্পনা যেন আরো বাড়িয়ে তুললেন অভিনেত্রী নিজেই।

মিঠাই,Mithai,আদৃত রায়,Adrit Roy,সিদ্ধার্থ,Sidhartha,বাংলা সিরিয়াল,Bengali Serial,দিদিয়া,Didia,কৌশম্বি চক্রবর্তী,Kaushambi Chakraborty,শার্ট,Shirt,ট্রোল,Troll

প্রসঙ্গত সকলেই জানেন ইদানিং বেশ কিছুদিন সিরিয়ালে দেখা যাচ্ছে না সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায়কে।  পায়ে চোট পাওয়ার পর থেকে আপাতত বেশ কয়েক দিনের জন্য বিশ্রামে রয়েছেন অভিনেতা। আর এই দিন কৌশম্বীকে অদৃতের শার্ট পরে থাকতে দেখে সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে উপচে পড়েছে একঝাঁক মন্তব্য।কারও প্রশ্ন কৌশাম্বীর  চর্চিত প্রেমিক আদৃত যখন শয্যাশায়ী তখন সেই সুযোগেই কি তিনি তাঁর জামা পরে নিলেন?

মিঠাই,Mithai,আদৃত রায়,Adrit Roy,সিদ্ধার্থ,Sidhartha,বাংলা সিরিয়াল,Bengali Serial,দিদিয়া,Didia,কৌশম্বি চক্রবর্তী,Kaushambi Chakraborty,শার্ট,Shirt,ট্রোল,Troll

আর তাতেই মিঠাই ভক্তদের একাংশ বেজায় চটেছেন অভিনেত্রীর ওপর। আসলে মাঝেমধ্যেই কানাঘুষে শোনা যায় পর্দায় সিড আর মিঠাই যতই স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করুক না কেন বাস্তবে তাঁদের সম্পর্ক নাকি একেবারে আদায় কাঁচকলায়। তারা কেউই একে অপরকে সহ্য করতে পারে না। আবার  অনেকের দাবি এই কৌশম্বি তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকে পড়েছে আদৃত সৌমিতৃষার মধ্যে।  এই কারণেই নাকি তাদের মধ্যে ঝামেলা হয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥