• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই দিয়েই বাজিমাত! একাধিক কাজের অফার পাচ্ছেন ‘ধারা’ অভিনেত্রী অর্কজা

Published on:

অর্কজা,Arkaja,ওগো নিরুপমা,Ogo Nirupama,মিঠাই,Mithai,ধারা,Dhara,মৌ এর বাড়ি,Mou Er Bari,টিভি অভিনেত্রী,Tv Actress

অভিনয়ের বয়স বেশীদিন না হলেও অল্প কয়েকদিনের মধ্যেই বাংলা টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছেন অর্কজা আচার্য (Arkoja Acharyya)। তার প্রথম সিরিয়াল ‘ওগো নিরুপমা’ । দাঁত উঁচু,মোটা কাঁচের চশমা, আর শাড়ি পরে প্রথম সিরিয়ালেই লীড রোলে অভিনয় করে নজর কেড়েছিলেন অর্কজা। কম টিআরপি রেটিংয়ের জন্য অল্প কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যায় এই সিরিয়াল।

এই সিরিয়াল শেষ হতেই বাংলার একনম্বর সিরিয়াল ‘মিঠাই’ তে আইপিএস অফিসার হয়ে কামব্যাক করেছেন অভিনেত্রী। এই সিরিয়ালের সুন্দরী পুলিশ অফিসার বসুন্ধরা ওরফে ধারা চরিত্রে ইতিমধ্যেই সকলের মন জয় করে নিয়েছেন নায়িকা। এরইমধ্যে শোনা যাচ্ছে খুব শিগগিরই আরও একটি সিরিয়ালে এন্ট্রি নিতে চলেছেন অর্কজা।

অর্কজা,Arkaja,ওগো নিরুপমা,Ogo Nirupama,মিঠাই,Mithai,ধারা,Dhara,মৌ এর বাড়ি,Mou Er Bari,টিভি অভিনেত্রী,Tv Actress

উল্লেখ্য কালার্স বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘মৌ এর বাড়ি’ (Mou Er Bari) । সূত্রের খবর এবার এই সিরিয়ালেও দেখা যাবে অর্কজাকে। শোনা এই সিরিয়ালে এবার অনুষ্কা চরিত্রে দেখা যাবে অর্কজাকে। প্রসঙ্গত এই সিরিয়ালের নায়িকা ‘মৌ’ ওরফে অভিনেত্রী অদ্রিজা রায়ের স্বামী রূপমের বাবার বন্ধুর মেয়ে অনুষ্কা হয়েই এই সিরিয়ালে এন্ট্রি নিতে চলেছেন অর্কজা।

অর্কজা,Arkaja,ওগো নিরুপমা,Ogo Nirupama,মিঠাই,Mithai,ধারা,Dhara,মৌ এর বাড়ি,Mou Er Bari,টিভি অভিনেত্রী,Tv Actress

তাই নতুন সিরিয়ালে হাত দিতেই অনুরাগীদের প্রশ্ন ধারা চরিত্রে কি তাকে আর দেখা যাবে না? তবে ভক্তদের আশ্বস্ত করে অভিনেত্রী জানিয়েছেন, ‘একেবারেই না। ‘ধারা’ থাকছে। দুটো কাজই একসঙ্গে করব আমি। সেক্ষেত্রে দুই ধারাবাহিকের টিমই আমার সঙ্গে খুব সহযোগিতা করছে। শ্যুটিংয়ের ডেটও সেই মতোই ফেলছে, যাতে আমি দুটো কাজই সমান ভাবে করতে পারি।’

অর্কজা,Arkaja,ওগো নিরুপমা,Ogo Nirupama,মিঠাই,Mithai,ধারা,Dhara,মৌ এর বাড়ি,Mou Er Bari,টিভি অভিনেত্রী,Tv Actress

তাই সবমিলিয়ে এখন দারুন ব্যস্ত শিডিউল অর্কজার। একদিকে ‘মিঠাই’ -এর বসুন্ধরা চরিত্র অন্যদিকে এই ”মৌ-এর বাড়ির বসুন্ধরা চরিত্র। তবে এই ব্যস্ততা চুটিয়ে উপভোগ করছেন অর্কজাও। নতুন সিরিয়াল প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন ‘গত বৃহস্পতিবার থেকে আমি শ্যুটিং শুরু করেছি। স্ক্রিপ্ট ঠিক কোন দিকে এগোবে, তা এখনও বুঝতে পারছি না। যে কয়েকদিন শ্যুট হয়েছে, ভাল ব্যাপারই হয়েছে। এখানে সবাই খুবই ভাল। অদ্রিজার সঙ্গে ইতিমধ্যে খুব মজা করে শ্যুট করেছি আউটডোরে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥