• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অপেক্ষার অবসান, অবশেষে মুক্তি পেল মিঠাইয়ের প্রথম মিউজিক ভিডিও,এখনই দেখুন আপনিও

Published on:

মিঠাই,Mithai,লিরিক্যাল মিউজিক ভিডিও,Lyrical music video,শুভম মিত্র,Suvam Moitra,বলে দে বলে দে,Bole DeBole De,ভাইরাল ভিডিও,Viral Video

ঘড়ির কাঁটায় ৮টা বাজতেই সিরিয়ালের পোকা দর্শকরা যে যেখানেই থাক না কেন জি বাংলার মিঠাই (Mithai) সিরিয়াল দেখতে কিন্তু ভোলেন না। সমস্ত কাজ সেরে নিয়ম করে মিঠাই দেখা এখন দর্শকদের রোজকারের অভ্যাস। বাঙালির ঐতিহ্যবাহী একান্নবর্তী পরিবারের পারিবারিক ড্রামাই হল এই সিরিয়ালের মূল ইউএসপি। যা দেখে নিমেষের মধ্যে মন ভালো হয়ে যায় দর্শকদের।

তাই বেশিরভাগ সিরিয়াল যখন একঘেয়ে সাংসারিক কূটকচালি কিংবা পরকিয়া সহ একাধিক নেতিবাচক বিষয় দেখাতে ব্যস্ত তখন বাড়ির সবাই মিলে একসাথে মিলেমিশে থাকার গল্প এই সিরিয়ালকে বিশেষ মাত্রা দিয়েছে। যার অন্যতম কারণ এই সিরিয়ালের একাধিক পজিটিভ চরিত্রের ভিড়। এক্ষেত্রে যাদের কথা একেবারে না বললে লেখা টাই অসম্পূর্ণ থেকে যায় তারা হলেন এই সিরিয়ালের হল্লা পার্টি।

মিঠাই,Mithai,লিরিক্যাল মিউজিক ভিডিও,Lyrical music video,শুভম মিত্র,Suvam Moitra,বলে দে বলে দে,Bole DeBole De,ভাইরাল ভিডিও,Viral Video
মিঠাই শুরু হয়েছে দেখতে দেখতে দেখতে দেড় বছর অতিক্রান্ত। এরইমধ্যে সিরিয়ালে নিত্যনতুন চমক আসলেও হল্লা পার্টির ম্যাজিক কিন্তু ফিকে হয়নি একটুও। সারাক্ষণ হই-হল্লা, আড্ডা-গল্প কিংবা নাচে গানে মাতিয়ে রাখে গোটা বাড়ি। আর হল্লা পার্টি হোক কিংবা মিঠাই সিদ্ধার্থ মোদক পরিবারের সদস্যদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ গান।

মিঠাই,Mithai,লিরিক্যাল মিউজিক ভিডিও,Lyrical music video,শুভম মিত্র,Suvam Moitra,বলে দে বলে দে,Bole DeBole De,ভাইরাল ভিডিও,Viral Video
তা সে সিরিয়ালের টাইটেল ট্রাক হোক কিংবা গোপালের আরাধনায় মিঠাইয়ের গাওয়া ‘নয়নে নয়নে রাখি তোমারে’ হোক কিংবা হল্লা পার্টির স্পেশাল গান ‘বাঙালির মিষ্টি হলেই হয়’, অথবা উচ্ছেবাবুর ‘গিলি গিলি আক্কা’,তালিকা টা বেশ লম্বা কিনা। সব মিলিয়ে দর্শকদের এমনই একাধিক দুর্দান্ত সব গান উপহার দিয়েছেন সিরিয়ালের নির্মাতারা। এছাড়া ইদানীং রিকি দ্য রকস্টার সেজে থাকা সিডের ‘বলে দে বলে দে’ (Bole DeBole De) গানটাও দারুন ফেমাস হয়েছে।

মিঠাই,Mithai,লিরিক্যাল মিউজিক ভিডিও,Lyrical music video,শুভম মিত্র,Suvam Moitra,বলে দে বলে দে,Bole DeBole De,ভাইরাল ভিডিও,Viral Video

গতকাল এই গানটিই জি বাংলার সোশ্যাল মিডিয়ার অফিশিয়াল পেজ থেকে লিরিক্যাল মিউজিক ভিডিও (Lyrical music video) হিসাবে সিড মিঠাইয়ের ছবির কোলাজ করে ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে। গানের কথা এবং সুর দুটোই ভীষণ ইউনিক। মুহূর্তের মধ্যেই এই ভিডিও ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে এই গানটি আসলে মিঠাই এর মিউজিক ডিরেক্টর শুভম মিত্রের (Suvam Moitra) গাওয়া।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥