• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাঁশি হাতে কৃষ্ণসাজে মিঠি, বড়সড় চমক আসছে ‘মিঠাই’ সিরিয়ালে, ভিডিওতে ইঙ্গিত দিলেন সৌমিতৃষা

Published on:

Mithai Fame Soumitrisha Kundu Krishna Look Video

এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় সবচেয়ে পুরনো বাংলা সিরিয়াল (Bengali Serial) একটাই। তা হল জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai)। বয়স ২ বছর পেরিয়ে গেলেই দর্শকদের কাছে কিন্তু এখনও নতুনের মতো এই সিরিয়াল। যা প্রতিদিন না দেখলে মিঠাই ভক্তদের গোটা দিনটাই থেকে যায় অসম্পূর্ণ।

আজও ধারাবাহিকের নায়ক-নায়িকা সিদ্ধার্থ-মিঠাইকে (Sidhartha-Mithai) একেবারে চোখে হারায় দর্শক।সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিরিয়ালের ফ্যানপেজ গুলিতে অহরহ তাদের নিয়ে চলতে থাকে নানান পাগলামি। গোপালের আশীর্বাদ আর দর্শকদের ভালোবাসায় এই দীর্ঘ দু’বছরের বেশী সময়ে অনেক সাফল্য, অনেক পুরস্কার এসেছে মোদক পরিবারের সদস্যদের ঝুলিতে।

Soumitrisha Kundu Mithai Comeback

বিশেষ করে নায়ক নায়িকা সিদ্ধার্থ-মিঠাই চরিত্রের অভিনেতা আদৃত রায় এবং সৌমিতৃষা কুন্ডু এই সিরিয়ালের হাত ধরেই পৌঁছেছেন জনপ্রিয়তার শিখরে। শুরু থেকেই তাঁদের ‘সিধাই’ জুটিটাকে দু’হাত ভর্তি ভালোবাসা দিয়েছেন দর্শক। সিধাসাধা জনাইয়ের মেয়ে থেকে মোদক বাড়ির যোগ্য বৌমা হওয়া কিংবা বর্তমানে মিঠাই শাক্য দুই সন্তানের মা সব চরিত্রেই এককথায় অনবদ্য মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা।

তবে এই লম্বা সফরে মোদক বাড়িতে এসেছে অনেক নতুন সদস্য। যাদের ছাড়া এখন এককথায় অসম্পূর্ণ এই ধারাবাহিক। বিশেষ করে মাত্র কয়েক দিনেই দর্শকদের অত্যন্ত প্রিয় একটি চরিত্র হয়ে উঠেছে হুবহু মিঠাইরানির মতো দেখতে মিঠি (Mithi)। দর্শকরা জানেন আসলে এই চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা।

Mithai Soumitrisha Kundu Mithi Shri Krishna

একই সাথে এমন উল্টো মেরুর দুটি চরিত্র এত সুন্দর ভাবে পর্দায় ফুটিয়ে তোলার জন্য দর্শকরা তো সৌমিতৃষার প্রশংসায় পঞ্চমুখ। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন কুসুমপুরে অফিসের কাজে গিয়ে আচমকাই গয়েব হয়ে গিয়েছে সিদ্ধার্থ। খুঁজে পাওয়া যাচ্ছেনা মিঠিকেও। তবে এখন পরিস্থিতিতেই তৈরি হয়েছে একটি রহস্য। সত্যিই কি সিড-মিঠাইকে কেউ কিডন্যাপ করেছে নাকি এতদিন ভালো মানুষ সেজে থাকা মিঠিই গল্পের ভিলেন তা নিয়েই এখন দর্শকমহলে রয়েছে টানটান উত্তেজনা।

সিদ্ধার্থ কে খুঁজতে গিয়ে মিঠাইসহ হত্যা পার্টির বাকি সদস্যরা এদিন দর্শন পেয়েছেন রহস্যময় জীবন্ত জনার্দনের। যাকে এক ঝলক দেখে মিঠি বলেই মনে হয়েছে সকলের। এখন দেখার এই মিঠিই আগামী দিনে ভিলেন হয়ে যায় নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য। আপাতত এই প্রশ্নের উত্তর শুধু লেখিকাই জানেন। তবে এদিন শ্রীকৃষ্ণের সাথে সৌমিতৃষার অভিনব লুক দারুন পছন্দ করেছেন দর্শক।

Mithai Soumitrisha Kundu Mithi Shri Krishna

এসবের মধ্যেই শোনা যাচ্ছে জি বংলার আসন্ন নতুন সিরিয়াল ‘ফুলকি’কে জায়গা দিতে আগামী মাসেই শেষ হয়ে যাবে মিঠাইরানির সফর। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি। তবে যেখান বলুক না কেন মিঠাই ভক্তরা কিন্তু একথা মানতে নারাজ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥