• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দা ছেড়ে বাস্তবেও একসাথে মিঠাই উচ্ছেবাবু, সৌমিতৃষাকে পাশে নিয়ে গান আদৃতের, রইল ভাইরাল ভিডিও

Published on:

Mithai Serial Adrit Roy sings with Mithai in Max Kolkata Video

বাঙালি দর্শকদের যদি প্রশ্ন করা হয় টেলিভিশনের মধ্যে কোন জুটি সবচাইতে প্রিয়? তাহলে সিংহভাগের উত্তরই আসবে মিঠাই-সিদ্ধার্থ (Mithai-Sidharth)। মিঠাই সিরিয়ালের এই জুটি আলাদাই মন কেড়ে নিয়েছে দর্শকদের। টিআরপি লিস্টে (TRP List) বরাবরই বাকিদের টেক্কা দিয়েছে মিঠাই। মাঝে কিছুদিন পিছিয়ে পড়লেও আবারও নিজের প্রথমস্থান দখল করে ফেলেছে সে। পর্দার এই জুটিকে বাস্তবেও একসাথে দেখতে দারুন উৎসুক দর্শকেরা।

মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। মাঝে মধ্যেই নানান ছবি থেকে ভিডিও শেয়ার করেন। তবে সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায় (Adrit Roy) কিন্তু খুব বেশি সক্রিয় নন। তাকে ছবি শেয়ার করতে বা রিল ভিডিও বানাতে খুব কমই দেখা যায়। তবে দুজনকে সিরিয়ালের পর্দার বাইরে একসাথে দেখার জন্য সর্বদাই অধীর আগ্রহে অপেক্ষা করেন দর্শকেরা।

Mithai,Ucchababu,Adrit Roy,Adrit Roy Singing,Soumitrisha Kundu,সৌমিতৃষা কুন্ডু।আদৃত রায়,মিঠাই,মিঠাই সিরিয়াল,আদৃত রায়ের গানের ভিডিও

শুধু যে দুর্দান্ত অভিনয়ই পারেন আদৃত তা কিন্তু একেবারেই নয়। ভালো অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত গানও গাইতে পারে সে। অভিনয়ের আসার আগে একটা গানের ব্যান্ড রয়েছে তাঁর। সিরিয়ালে যেমন গিটার হাতে গান ধরে উচ্ছেবাবু তেমনি বাস্তবেও গিটার হাতে বা খালি গলায় গান গেয়ে মাতিয়ে তুলতে পারেন অভিনেতা।

সম্প্রতি বেহালার ম্যাক্স শপিং মোলে উপস্থিত হয়েছিলেন অভিনেতা। এক নয় সাথে ছিল মিঠাই অভিনেত্রী সৌমিতৃষাও। পয়লা বৈশাখ উপলক্ষে একটি বিজ্ঞাপনীতে ইতিমধ্যেই কাজ করেছেন অভিনেতা। এরপর দাদাই, ঠাম্মি থেকে মিঠাইকে নিয়ে হাজির হয়েছিলেন শপিং মলে। খুব স্বাভাবিকভাবেই তাঁদের দেখতে ভিড় জমে গিয়েছিল ম্যাক্সে।

Mithai,Ucchababu,Adrit Roy,Adrit Roy Singing,Soumitrisha Kundu,সৌমিতৃষা কুন্ডু।আদৃত রায়,মিঠাই,মিঠাই সিরিয়াল,আদৃত রায়ের গানের ভিডিও

সেখানেই সকলের জন্য খালি গলাতেই একটা গান গেয়ে শুনিয়েছেন আদৃত রায়। এছাড়াও ভক্তদের সাথে সেলফি তো রয়েছেই। ম্যাক্সে অভিনেতার গানের ভিডিও রেকর্ডিং ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে পড়েছে। আর খালি গলায় আদ্রিতার গান শুনে সকলেই প্রশংসায় ভড়িয়েছেন। অবশ্য শুধু গানের ভিডিওই নয় সাথে একাধিক ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

 

View this post on Instagram

 

A post shared by SIDHAI (@sidhai_my_jaan)

প্রসঙ্গত, সিরিয়ালে নতুন টুইস্ট আসতে চলেছে। যেখানে মোদক পরিবারের ব্যবসায় বড়সড় ক্ষতির সম্ভাবনা থেকে সিদ্ধার্থের অ্যাকসিডেন্ট এর প্রোমো নিয়ে ইতিমধ্যেই চর্চা চলছে। এর জন্য তোর্সা আর আগরওয়াল যে যুক্ত থাকবে সেটা বোঝাই যাচ্ছে। তাছাড়া সিরিয়ালে পিসিমশাইয়ের চরিত্র বদলাচ্ছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥