• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টালিউডের দেব এর পাশে মিঠাইয়ের উচ্ছেবাবু, খালি গলায় গাইলেন ‘চ্যালেঞ্জ’ ছবির গান, রইল ভিডিও

মিঠাই সিরিয়ালের (mithai serial) দৌলতে ‘উচ্ছেবাবু (ucchebabu)’ আজকাল প্রতিটা বাঙালির ঘরেই বেশ পরিচিত। সিরিয়ালে মোদক পরিবারের ছেলে সিদ্ধার্থ তথা মিঠাইয়ের বরকেই উচ্ছেবাবু বলে ডাকা হয়। যদিও উচ্ছেবাবু কিন্তু এখন আর তেমন তেঁতো নেই! মিঠাইয়ের প্রতি ভালোবাসা জাগতেই ‘সিডি বয়’ হয়ে গিয়েছে সে। আর দুর্দান্ত অভিনয়ের জেরে সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায় (adrit roy) বর্তমানে বেশ জনপ্রিয় নেটপাড়ায়।

যদিও সোশ্যাল মিডিয়াতে খুব একটা সক্রিয় নন অভিনেতা। তবে মাঝে মধ্যেই তাকে কিছু ভিডিওতে দেখা যায়। ভালো অভিনয়ের পাশাপাশি ভালো গান করতে আর গিটার বাজাতেও জানেন আদৃত। মাঝে মধ্যেই ভিডিওতে তাকে গাইতেও দেখা যায়। আর উচ্ছেবাবু থুড়ি আদৃতের গান শোনার জন্য অধীর অপেক্ষায় থাকেন দর্শকেরাও।

   

আদৃত রায় Adrit Roy

সম্প্রতি টলিউডের সুপারস্টার দেবের (dev) পাশে দেখা গেল আদৃতকে। তাও আবার খালি গলায় গান গাইতে দেখা গেল তাকে। ভিডিওতে দেবের চ্যালেঞ্জ বইয়ের গান ‘জানিনা কেন তা জানিনা’ গাইতে দেখা যাচ্ছে তাকে। আদৃত গান গাইতে শুরু করার পর দেব নিজেই মাইক এগিয়ে দিয়েছেন তাঁর মুখের কাছে। গান শুনে গানের প্রশংসাও করেছেন দেব।

mithai serial,mithai,adrit roy,dev,adrit roy singing,adrit roy singing video,mithai sidharth,ucchebabu singing,মিঠাই,সিদ্ধার্থ,উচ্ছেবাবু,উচ্চাবাবুর গানের,দেব,আদৃত রায়,আদৃত রায়ের গানের ভিডিও

পছন্দের অভিনেতার এমন ভিডিও দেখে রীতিমত মুগ্ধ দর্শকেরা। এক নেটিজেন তো ভিডিও দেখে মন্তব্য করেছেন,  ‘কোনো বাজনা, যন্ত্র কিচ্ছু নেই। খালি গলায় কী সুন্দরই না গাইল!’ তো আরেকজন লিখেছেন, ‘ভাষা হারিয়ে গিয়েছে, এত সুন্দর মিষ্টি গানের গলা’। আসলে পছন্দের দুই প্রিয় অভিনেতাকে একসঙ্গে দেখে আপ্লুত নেটিজেনরা।

যদিও ভিডিওটি সম্প্রতিকালে তোলা নয় বলেই মনে হচ্ছে। দেখে যেমনটা মনে হচ্ছে ভিডিওটি ‘পাসওয়ার্ড’ ছবির শুটিংয়ের সময় তোলা। সেই সময় দেবের সাথে টলিউডের ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন আদৃত। জানা যায় প্রথমে অভিনেতা নয় বরং প্লে ব্যাক গায়ক হিসাবেই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন অভিনেতা। ২০১৬ সালে  ‘৯ নং পেয়ারা বাগান লেন’ ছবির টাইটেল ট্র্যাক তৈরী করেছিলেন আদৃত।

এরপর ২০১৮ সালে নুরজাহান ছবি দিয়ে প্রথম অভিনয়ে আসা। তারপর ‘প্রেম আমার ২’, ‘পাসওয়ার্ড’, ‘পরিণীতা’ ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ‘লকডাউন’ ছবিতেও দেখা গিয়েছে আদৃতকে। তবে সিনেমার দৌলতে যতটা না জনপ্রিয়তা পেয়েছেন তার চাইতে অনেক বেশি জনপ্রিয় হয়েছেন মিঠাই সিরিয়ালে অভিনয়ের দৌলতে।

site