• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই সিরিয়ালের উচ্ছেবাবুর আসল বিয়ে! গুজবের মধ্যে প্রকাশ্যে পাত্রীর সাথে আদ্রিতের ছবি

সন্ধ্যে নামলে বিনোদনের রুটিনে যেটা চাই ই চাই সেটা হল মিঠাই (Mithai) সিরিয়াল। সিরিয়ালের মিঠাই-সিদ্ধার্থের জুটি বাকি সমস্ত জুটিদের হারিয়ে সেরার জায়গাটা দখল করেছেন অনেক আগেই। সিরিয়ালে ডিভোর্সের পরেও ফুলশয্যা হচ্ছে দুজনের। তবে এবার বাস্তবেও সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায় (Adrit Roy)। হ্যাঁ দেখছেন আসল জীবনেই বিয়ে করছেন আদৃত।

বর্তমানে সিরিয়ালে অভিনয়ের জন্য সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায়ের জনপ্রিয়তাও বর্তমানে আকাশ ছোয়া। মহিলাদের মধ্যে নতুন ক্রাশ বলতে গেলে আগেই আসে আদৃতের নাম। তবে এবার সেই সমস্ত ক্রাশ খাওয়া মেয়েদেড় মন ভেঙে দিলেন আদৃত। অভিনেতার বিয়ের খবরে অন্তত এমনটাই রিঅ্যাকশন দেখা যাচ্ছে বিভিন্ন ফ্যানপেজে।

   

Mithai Soumitrisha Kundu

মিঠাই সিরিয়ালের সিদ্ধার্থের বিয়ের জল্পনা শুরু হতেই খোঁজ খোঁজ রব পড়েছে টলিপাড়ায়। কে হচ্ছে আদৃতের হবু বউ! ইতিমধ্যে সেই প্রশেড় উত্তর মিলেছে। হটাৎ করে নয় বরং দীর্ঘদিন ধরেই প্রেম করছেন আদৃত রায়। এক দশকেরও বেশি সময় ধরে প্রেম করছেন অভিনেতা। তবে খুললাম খুল্লা প্রেম পছন্দ নয় তাই গোপনেই চলছিল প্রেমের গাড়ি। আর এবার সেই প্রেম পরিণতি পেতে চলেছে বিয়েতে।

আদৃত রায় Adrit Roy

এই সম্পর্কে অবশ্য অভিনেতা আদৃত একেবারেই চুপ। কোনোরকম প্রতিক্রিয়া মেলেনি অভিনেতার তরফে। অন্যদিকে বিয়ের দিনক্ষণ থেকে শুরু করে পাত্রী থুড়ি আদৃতের প্রেমিকার নাম ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে আগামী নভেম্বর মাসেই নাকি বিয়ে করতে চলেছেন আদৃত-সুপ্রিয়া। অর্থাৎ আর মাত্র তিন মাসের মধ্যেই সিঙ্গেল থেকে ম্যারেড হয়ে যাবে আদৃত রায়। মুম্বাইয়ের নামি আর্ট ডিরেক্টরের মেয়ে সুপ্রিয়া।

মিঠাই সিদ্ধার্থ Mithai Sidharth Actor AdritRoy would be wife photo Adrit Supriya

নামের পর এবার প্রকাশ্যে এল পাত্রী সুপ্রিয়ার ছবি। সোশ্যাল মিডিয়াতে আদৃত রায়ের একটি ফ্যান পেজের তরফেই এই ছবি শেয়ার করে হয়েছে। ইনস্টাগ্রামে আদৃত-সুপ্রিয়ার ছবিটি শেয়ার হতেই মুহূর্তে ভাইরাল হয়ে পড়েছে। দুজনের ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা রয়েছে, ‘টক অফ দ্য টাউন’। ছবিতে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। অনেকের মতে, গুজব ছড়ানো মাত্রই এডিটিং করে এই ধরণের ছবি শেয়ার করা হয়েছে। অন্যদিকে একদল নেটিজেনদের মতে, না এই ছবিতে কোনো কারসাজি নেই ছবিটি আসল।

site