
ইদানিং সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ‘মিঠাই’ (Mithai) ভক্তদের। এমনিতে দর্শকদের মনোরঞ্জন করতে কোনো খামতি রাখেন না এই সিরিয়ালের নির্মাতারা। প্রতি সপ্তাহেই দর্শকদের জন্য থাকে একের পর এক চমক। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন ধারাবাহিকটি এখন প্রায় খলনায়কশুন্য হয়ে পড়েছে।
এমনিতে শুরুর দিন থেকেই এই সিরিয়াল নিয়ে দর্শকদের আলোচনার শেষ নেই। আর এখন তো যত দিন যাচ্ছে দর্শকমহলে মিঠাই নিয়ে মানুষের কৌতুহল আরও বেড়েই চলেছে। এরই মধ্যে মিঠাই নিয়ে একটা বড়সড় সিদ্ধান্ত নিয়ে নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। আগামী মাসেই অর্থাৎ ১৪ই নভেম্বর থেকে পাল্টে যাচ্ছে ধারাবাহিকের সম্প্রচারের সময়।
এবার থেকে আর রাত আটটা নয়, সন্ধ্যে ছটা থেকেই টিভির পর্দায় সম্প্রচারিত হবে এই সিরিয়াল। শুধু তাই নয় দিনে দিনে যেভাবে টিআরপি কমতে শুরু করেছে তাতে টেলিপাড়ায় জোর গুঞ্জন চলতি বছরের সাথেই শেষ হয়ে যাবে এই ধারাবাহিক। এরই মধ্যে কানে আসছে একটি বড়সড় আপডেট। ধারাবাহিক সম্প্রচারের সময় পাল্টানোর সাথে সাথেই আগামী দিনে সিরিয়ালে আসতে চলেছে একটি বড়সড় লীপ (Leep)।
ইদানীং ধারাবাহিকে দেখা যাচ্ছে মা হতে চলেছে মিঠাই। জানা আছে আগামী দিনে মিঠাইয়ের মা হওয়ার সাথে সাথে গল্প নেবে নতুন মোড়। ধারাবাহিকে শেষ হয়ে যাবে দাদু ঠাম্মার চরিত্রটি। পরিবর্তে মোদক পরিবারের গোপাল হয়ে মিঠাই সিদ্ধার্থের (Sidhartha) জীবনে আসবে নতুন সদস্য (New Member)। সে আর কেউ নয় তাদের ফুটফুটে এক পুত্র সন্তান।
আর সেই হবু সন্তানের জন্য দিয়ে দিনে পাগলামি বেড়েই চলেছে সিদ্ধার্থের। বাবা হওয়ার আনন্দে গোমড়ামুখো দাদুর লাটসাহেব নাতি কবে যেন ক্যাবলাকান্ত উচ্ছেবাবু হয়ে গিয়েছে। দর্শকরা জানেন ধারাবাহিকে বেশ কিছুদিন ধরেই কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না মোদক পরিবারের চরম শত্রু আদিত্য আগারওয়ালের। কিন্তু সবাই খুব ভালো করেই জানেন আদিত্য আগারওয়াল যে ধরণের মানুষ তাতে সে এত সহজেই সবকিছু ছেড়ে হাত গুটিয়ে বসে থাকবে না।
এরইমধ্যে সামনে আসছে একটি বড়সড় আপডেট। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই জানা যাচ্ছে আগামিদিনে সিদ্ধার্থ মিঠাইয়ের জীবনে নতুন করে ঝড় তুলতে নতুন রূপে আসছে আদিত্য আগারওয়াল (Aditya Agarwal)। তবে এবার আর ছদ্মবেশ নয় প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা আদিত্য ফিরছে প্লাস্টিক সার্জারি করে। এখনও পর্যন্ত নিচিত কর না জানা গেলেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালের ফ্যান পেজের তরফে দাবি করা হয়েছিল তার নতুন এই চরিত্রের নাম হবে রওশান বাজাজ (Raoshan Bajaj)।