• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আজব কান্ড! হাসতে হাসতে মুখে মাখার ক্রিম খেয়ে ফেলল মিঠাই-তোর্সা

Published on:

Mithai serial actress Soumitrisha Kundu Tonni Laha Roy video,Mithai,Bengali Serial,Soumitrisha Kundu,Tonni Laha Roy,সৌমিতৃষা কুন্ডু,তন্বী লাহা রায়,মিঠাই

বাংলার বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠাই (Mithai)। যার জনপ্রিয়তা নিয়ে নতুন করে আর কিছুই বলার অপেক্ষা রাখে না। সিরিয়াল শুরু হওয়া থেকে বিগত ৬ মাস ধরে দর্শকদের অফুরান ভালোবাসা পেয়ে আসছে মিঠাই।আর তাই শুরু থেকেই টিআরপি (TRP)তে একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছে মিষ্টির কারিগর মিঠাই। নামের মতোই স্বভাবেও মিষ্টি,মিঠাই শুরু থেকেই মোদক পরিবারের প্রত্যেক সদস্যকে আপন করে নিলেও দিনে দিনে দু চোখের বিষ হয়ে ওঠে সিরিয়ালের অন্যতম নেগেটিভ চরিত্র “তোর্সা(Torsha)দিদিমণির।”

তবে পর্দায় তাঁদের সম্পর্কে যতই মন কষাকষি থাক না কেন, বাস্তবে কিন্তু একেবারেই উল্টো। দুই নায়িকার রিল এবং রিয়েল লাইফ কেমিস্ট্রি কিন্তু একেবারে বিপরীতধর্মী। আর তা মিঠাইয়ের চরিত্রে অভিনয় করা সৌমিতৃষা কুন্ডু(Soumitrisha Kundu) এবং তোর্সার চরিত্রে অভিনয় করা তন্নি রাযয়ের(Tonni Roy) ইনস্টাগ্রাম (Instagram)প্রোফাইল ঘাঁটলে হামেশাই চোখে পড়ে।

Mithai serial actress Soumitrisha Kundu Tonni Laha Roy video,Mithai,Bengali Serial,Soumitrisha Kundu,Tonni Laha Roy,সৌমিতৃষা কুন্ডু,তন্বী লাহা রায়,মিঠাই

আসলে পর্দার মিঠাইয়ের মতোই বাস্তব জীবনেও নায়িকা সৌমিতৃষা হাসি মজা করতে ভীষণ ভালোবাসেন। আর এই কাজে সিরিয়ালের রাগী তোর্সা দিদিমণি তথা তন্নি রায় হন তাঁর দোসর। তাই প্রায়ই একসাথে ইনস্টাগ্রামে রিল করা থেকে শুরু করে গানের ভিডিও এমনই একাধিক মজাদার রূপে ধরা দিতে দেখা যায় তাঁদের।

সম্প্রতি ইনস্টাগ্রামে মেকআপ রুমের এমনই একটি মজার ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী সৌমিতৃষা। যেখানে একসাথে দেখা যাচ্ছে দুই অভিনেত্রীকে। হাতে ক্রিমের মতো দেখতে একটা টিউব নিয়ে তাঁরা বলছেন “এটা একটা অসাধারণ প্রোডাক্ট। এটার মধ্যে পেঁয়াজ, আদা, সব আছে। এটা ১০০ শতাংশ আয়ুর্বেদিক। এটা আপনি চুলেও মাখতে পারেন, মুখেও মাখতে পারেন। “

Mithai serial actress Soumitrisha Kundu Tonni Laha Roy video,Mithai,Bengali Serial,Soumitrisha Kundu,Tonni Laha Roy,সৌমিতৃষা কুন্ডু,তন্বী লাহা রায়,মিঠাই

ভিডিওটি এই পর্যন্ত দেখে প্রথমে সবাই ভাববে এটা নিশ্চয় কোনো মেক আপ প্রোডাক্ট। এছাড়া ভিডিওর ক্যাপশনেও লেখা রয়েছে “ভালো চুল, ত্বক পাওয়ার কারণ, ভিডিওটি দেখো।” কিন্তু আসলে তা নয়। আর এখানেই রয়েছে একটা মজার টুইস্ট। এরপরেই টিউব থেকে ক্রিম বার করার মতো অ্যাক্টিং করে সবাইকে অবাক করে দিয়েই দুজনেই সেই ক্রিম খেতে শুরু করে দিলেন। এভাবেই সবাইকে বোকা বানিয়ে ভিডিওটির শেষে দুই অভিনেত্রী হেসে গড়িয়ে পড়তে পড়তে বলে ওঠেন “এটা আসলে সস। “

 

তবে তাঁদের এই মজার ভিডিও বেশ মনে ধরেছে নেটিজেনদের। যা দেখে হেসেই লুটোপুটি খাচ্ছেন তাঁরা। ভিডিও দেখে তাঁদের মধ্যে কেউ কমেন্ট করেছেন “হায় ভগবান আমি কি না কি ভাবলাম। ” তো একজন মজা করে লিখেছেন ” দিদি তুমি ক্রিম খেয়ে নিলে? “

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥