• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুটিংয়ের ফাঁকেই মিঠাইরানীর গণেশ পুজো, গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানালেন সৌমিতৃষা, রইল ভাইরাল ছবি

‘মিঠাই’ (Mithai) মানেই এই মুহূর্তে বাংলার সেরা সিরিয়াল। আট থেকে আশি সকলেই এই সিরিয়ালের ভক্ত। তাই প্রতিদিন ঘড়ির কাঁটায় রাত আটটা বাজতেই সবাই মিলে বসে পড়েন পছন্দের সিরিয়াল মিঠাই দেখতে। দেখতে দেখতে ৫৬ বার টিআরপি তালিকায় প্রথম হয়েছে মিঠাই, যেটা সিরিয়ালের ইতিহাসে রেকর্ড। সিরিয়ালে সৌমিতৃষা কুন্ডুর (Soumitrisha Kundu) অভিনয় মন কেড়েছে সকলের। তাই তো পর্দার বাইরেও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে অভিনেত্রীর।

হাসি মুখেই একেরপর এক বাধা কাটিয়ে গোটা পরিবারকে নিয়ে সুখে থাকার আপ্রাণ চেষ্টা করে চলেছে মিঠাই। আর এর জন্য মিঠাইয়ের পাশে আছে প্রিয় গোপাল। সেই জন্যই সিরিয়ালে প্রায় প্রতিটা পর্বেই শোনা যায় ”গোপাল হেলেপ’। তবে শুধু গোপাল নয় সিদ্ধিদাতা গণেশকেও (Ganesha) ভক্তিভরে পুজো করে সকলের প্রিয় মিঠাই।

   

Soumitrisha Kundu mithai actess ganesh puja

সিরিয়ালের দৌলতে সোশ্যাল মিডিয়াতে লক্ষাধিক ফ্যান ফলোইং রয়েছে। সেখানে মাঝে মধ্যে ছবি ভিডিও শেয়ার করেন সৌমিতৃষা। আজ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) উপলক্ষে নিজের ফেসবুকে গণেশ পুজোর বেশ কিছু ছবি শেয়ার করেছেন মিঠাই অভিনেত্রী। বলাবাহুল্য নিমেষের মধ্যেই সেই ছবি ভাইরাল হয়ে পড়েছে।

Mithai,Ganesh Chaturthi,Mithai Ganesh Chaturthi,Soumitrisha Kundu,Ganesh Puja,মিঠাই,গনেশ পুজো,সৌমিতৃষা কুন্ডু,মিঠাইয়ের গনেশ পুজো

যদিও পুজো উপলক্ষে ছুটি পাইনি টিম মিঠাই, শুটিং চলছেই। তবে শুটিংয়ের ফাঁকে মেকআপ রুমেই সুন্দর করে গণেশকে সাজিয়ে পুজো সেরে ফেলেছে মিঠাই। ছবিতে দেখা যাচ্ছে মেকআপ রুমের আয়নার সামনেই করা হয়েছে পুজোর সমস্ত আয়োজন। ফুল মালা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে পুজোর জায়গা ও গণেশকে। সাথে রয়েছে প্রসাদের লাড্ডু ফল থেকে শুরু করে প্রদীপ ধূপদানি সমস্ত কিছুই।

Mithai actres Soumitrisha Kundu Ganesh Puja 1

পুজোর ছবি শেয়ার করে সকলকে গনেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন সৌমিতৃষা। আর মুহূর্তের মধ্যেই সমস্ত ছবি ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। পছন্দের অভিনেত্রীকে পাল্টা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরাও।

প্রসঙ্গত, মিঠাই সিরিয়ালে আবারও নতুন টুইস্ট দেখা দিয়েছে। অনেক কষ্টে ওমি আগরওয়ালের কেউ নজর থেকে মুক্তি পেয়েছিল মোদক পরিবার। তবে এবার আবারও মিঠাই সিদ্ধার্থের ক্ষতি করতে উদ্যত হয়েছে আদিত্য আগরওয়াল। সম্প্রতি একটি প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে, নতুন করে ফন্দি আঁটতে কাউন্সিলর ‘ওয়ান এন্ড অনলি’ প্রমিলা লাহার সাথে হাত মিলিয়েছে সে।