• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাইয়ের মৃত্যুর পর নতুন রূপে আসছে মিঠি! আসলে কে সে, রইল তার আসল পরিচয়

বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হলে ‘মিঠাই’ (Mithai)। দর্শকমহলে এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে আর সত্যিই কিছু বলার নেই। টিআরপিতে স্কোর যাই হোক না কেন দর্শকমহলে অব্যাহত মিঠাই ম্যাজিক। তাই মোদক বাড়ির মিষ্টি বৌমা মিঠাই বলতে অজ্ঞান সকলেই। সবকিছু বেশ ভালই চলছিল, মনোহরাতেও ইদানিং রয়েছে বেশ খুশির পরিবেশ।

সদ্য বাড়িতে এসেছে সিদ্ধার্থ মিঠাইয়ের ছোট্ট ছেলে শাক্য। তাকে নিয়েই এখন সারাক্ষণ মেতে থাকে হল্লাপার্টি। এরই মধ্যে বহুদিন বাদে বাড়ি ফিরে এসেছে বাড়ির বড় ছেলে সোম। সেইসাথে জানা যাচ্ছে মিঠাইয়ের মতোই এবার গোপালের আশীর্বাদে মা হতে চলেছে তার বড় ননদ নন্দা। অন্যদিকে প্লাস্টিক সার্জারি করে সেই কবে থেকে মিঠাইকে  প্রাণে মারার জন্য ওত পেতে রয়েছে আদিত্য আগারওয়াল।

   

মিঠাই,Mithai,মিঠি,Mithi,নতুন চমক,New Twist,রহস্য ফাঁস,Secret Reveal

তার প্ল্যান যে এবার সাকসেসফুল হতে চলেছে কিছুদিন আগেই প্রকাশ্যে আসা প্রমো দেখে তা একপ্রকার নিশ্চিত।  আসলে আগামী ১৪ তারিখ সময় পরিবর্তনের সাথে সাথে লিপ নিতে চলেছে এই ধারাবাহিক। তার আগেই প্রকাশ্যে আসা প্রমোতে দেখা গিয়েছে আগামীদিনের ধারাবাহিকে মৃত্যু হবে খোদ নায়িকা মিঠাইয়ের।  কিন্তু দর্শকদের চিন্তার কারণ নেই,মিঠাইয়ের মৃত্যু হলেও একেবারে হুবহু তার মতই দেখতে আধুনিক সাজে মোদক পরিবারে শাক্যকে  পড়ানোর জন্য এন্ট্রি নেবে মিঠি।

Mithai Serial New Promo makes record

কিন্তু কে এই মিঠি, তা নিয়ে দর্শকদের কৌতূহলের অন্ত নেই। এখন দেখার মিঠির সাজে  নতুন কোন চরিত্র আসে  নাকি কিছুদিন আগে সিরিয়ালে যেমন সিদ্ধার্থের  অ্যাক্সিডেন্টের পর সে যেমন স্মৃতিশক্তি হারিয়ে রিকি দ্য রকস্টার হয়ে এসেছিল এক্ষেত্রেও ঠিক তেমনটাই দেখানো হয়! আবার কেউ বলছেন মিঠিকে হয়তো মিঠাইয়ের যমজ বোন হিসাবেও দেখানো হতে পারে। আদতে আগামী দিনে মিঠাইতে কি হতে চলেছে তা নিয়ে কিন্তু দর্শকদের কিন্তু কৌতূহলের অন্ত নেই।

Soumitrisha Kundu's last shot as Mithai before leap

তবে সেই সাথে দর্শকরা সাফ  জানিয়ে দিয়েছেন মিঠাইকে তারা নতুন কোন চরিত্র হিসেবে দেখতে চান না কারণ তারা সিদ্ধার্থের পাশে তারা শুধুমাত্র শাঁখা-সিঁদুর লম্বা বেনি আর শাড়ি পরা মিঠাই  রানীকেই দেখতে  পছন্দ করেন। সে কথা মাথায় রেখেই যেন লেখিকা আগামীদিনে মিঠি চরিত্রটা নিয়ে চিন্তা ভাবনা করেন।