• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পিঙ্কিজির জীবনে নতুন অতিথি! ছবি শেয়ার করে সুখবর দিলেন ‘মিঠাই’ অভিনেত্রী অনন্যা

Published on:

Mithai Pinkiji actress ananya guha shares photo of her new car

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন অনন্যা গুহ (Ananya Guha)। জি বাংলার (Zee Bangla) কৃষ্ণকলি সিরিয়ালে মুন্নী চরিত্রে অভিনয় করেই অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল তাঁর। প্রথম সিরিয়ালেই তুমুল জনপ্রিয়তার পর আর ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। একের পর এক কাজ করেছেন জনপ্রিয় সব ধারাবাহিকে।

কখনও জি বাংলার মিঠাই সিরিয়ালের পিঙ্কি জি তো আবার কখনও লক্ষ্মী কাকিমা সিরিয়ালে লক্ষী কাকিমার মেয়ে রিয়ার চরিত্রে অভিনয় করেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন অনন্যা। এরই মধ্যে আসতে চলেছে অনন্যা অভিনীত আরো একটি নতুন সিরিয়াল।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অনন্যা গুহ,Ananya Guha,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,পিঙ্কি জি,Pinki ji,নতুন গাড়ি,New Car,নিজের উপার্জন,Own Earnings

সদ্য প্রকাশ্যে আসা স্টার জলসা পর্দায় আসন্ন ধারাবাহিক তুঁতের প্রমোতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। এই ধারাবাহিকে সম্ভবত খলনায়িকার চরিত্রে অভিনয় করবেন তিনি। প্রসঙ্গত মাত্র ১৯ বছর বয়সেই এই টেলি অভিনেত্রীর ভিশন মুকুটে জুড়েছে একের পর এক সাফল্যের পালক।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অনন্যা গুহ,Ananya Guha,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,পিঙ্কি জি,Pinki ji,নতুন গাড়ি,New Car,নিজের উপার্জন,Own Earnings

গত বছরে নিজের উপার্জনে গাড়ি কেনার পর এদিন আরও  একবার দ্বিতীয় গাড়ি কিনেছেন অভিনেত্রী। গাড়ি কেনার এই বিশেষ মুহূর্তে অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর গোটা পরিবার। হাজির হয়েছিলেন অনন্যার দিদি তথা অভিনেত্রী অলোকানন্দাও।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অনন্যা গুহ,Ananya Guha,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,পিঙ্কি জি,Pinki ji,নতুন গাড়ি,New Car,নিজের উপার্জন,Own Earnings

এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের এই নতুন গাড়ির এক গুচ্ছ ছবি এবং ভিডিও ছবি শেয়ার করে নিয়েছেন অনন্যা। সেইসাথে গাড়ি কিনতে যাওয়ার একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেই ভিডিওতে দেখা গিয়েছে গাড়ি কিনে যেমন আনন্দে আত্মহারা হয়েছেন অনন্যা, তেমনি একসময় আবেগপ্রবণ হয়ে চোখে জলও এসে গিয়েছিল অভিনেত্রীর।

এদিন অনন্যা কিনেছেন নিজের স্বপ্নের গাড়ি ‘নিশান ম্যাগনাইট’। বর্তমানে এই গাড়ির অনরোড প্রাইস ৬ থেকে ১১ লাখ টাকা। এর আগে গত বছরেই অনন্যা কিনেছিলেন ফোর্ড ফিগো। নিজের উপার্জনে অভিনেত্রীর এই স্বপ্ন পূরণে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধব থেকে শুরু করে অসংখ্য অনুরাগী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥