• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠি না মিঠাই, কাকে বেছে নেবে সিদ্ধার্থ? সৌমিতৃষার পোস্ট ঘিরে তোলপাড় নেটপাড়া

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে (Television) সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali serial) হল ‘মিঠাই’ (Mithai)। সৌমিতৃষা কুণ্ডু এবং আদৃত রায় অভিনীত এই সিরিয়াল গত দু’বছর ধরে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হচ্ছে, হয়ে উঠেছে দর্শকদের ঘরের সদস্য। অবশ্য শুধুমাত্র মিঠাই এবং সিদ্ধার্থই নন, মনোহরার প্রত্যেক সদস্যই হয়ে উঠেছে দর্শকদের খুব কাছের।

জি বাংলার পর্দায় সম্প্রচারিত এই ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, গত বেশ কিছুটা সময় ধরে দেখানো হচ্ছে মিঠাইরানীর মৃত্যু হয়েছে। দেখতে দেখতে কেটে গিয়েছে বেশ কয়েক বছর। যদিও সিদ্ধার্থ (Siddhartha) এখনও স্ত্রীয়ের খুনিদের ধরতে মরিয়া। তবে এসবের মাঝেই মনোহরায় এন্ট্রি নিয়েছে মিঠাইয়ের মতোই দেখতে মিঠি (Mithi)। শুধু তাই নয়, সিডের সঙ্গে বিয়েও হয়ে গিয়েছে তাঁর।

   

Siddhartha Mithi

মিঠির এন্ট্রির সঙ্গে দর্শকদের একাংশ ভেবেছিলেন, সেই হয়তো মিঠাই। নতুনভাবে মনোহরায় ফিরে এসেছে সে। যদিও ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আসার সঙ্গেই দর্শকদের সেই ধারণা ভেঙে গিয়েছে। কারণ নতুন প্রোমোয় দেখা গিয়েছে সশরীরে হাজির হয়েছে সকলের প্রিয় মিঠাইরানী। অর্থাৎ এতদিন ধরে দর্শকরা নির্মাতাদের কাছে যে অনুরোধ জানাচ্ছিলেন তা অবশেষে শুনেছেন তাঁরা।

‘মিঠাই’য়ের নতুন প্রোমোয় দেখা গিয়েছে, আহত অবস্থায় একটি জায়গায় এসে পৌঁছেছে উচ্ছেবাবু। সেই সময় মিষ্টি নামের একটি মেয়ে তাঁকে জল এগিয়ে দেয়। অপরদিকে সেই মিষ্টি নামের বাচ্চাটিকে খুঁজতে খুঁজতে আসছে দর্শকদের প্রিয় মিঠাই।

Mithai serial Mishti, Anumegha Kahali

মিঠাইরানীর ফিরে আসার প্রোমো দেখার পর থেকেই দর্শকদের মনে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে। কারোর প্রশ্ন, মিঠির এবার কী হবে? কেউ আবার বলছেন, এবার হয়তো মিঠির চরিত্রটি বাদই পড়ে যাবে ধারাবাহিক থেকে। এসবের মাঝেই সৌমিতৃষা নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘কে বলেছে সে আমাদের মধ্যে নেই?’

খোদ সৌমিতৃষার এই স্টোরি দেখার পর দর্শকদের একাংশের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি মিঠাই ফিরে এলেও মিঠি চরিত্রটি সিরিয়াল থেকে বিদায় নেবে না? দর্শকদের একাংশ আবার দু’ভাগে বিভক্তও হয়ে গিয়েছেন। কেউ বলছেন, মিঠি এবার বিদায় নিলেই ভালো হয়! কারোর দাবি, মিঠিই যেন মিঠাই হয়ে চিরকাল মনোহরায় থেকে যায়। এবার দেখা যাক, শেষ পর্যন্ত ধারাবাহিকের গল্প কোন দিকে মোড় নেয়।