• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাইতে আসছে নতুন চমক! দাদু ঠাম্মার ফুলশয্যার পর এবার শ্বশুরের বিয়ের আনন্দে মশগুল মিঠাইরানি

বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকদের ‘সুখে,দুঃখে মিষ্টিমুখে’ এখন একটাই নাম,তার নাম ‘মিঠাই’ (Mithai)। তাই প্রতিদিন ঘড়ির কাঁটা রাত আটটার ঘরে যেতেই হাতের সমস্ত কাজ সেরে বাড়ির সবাই মিলে বসে পড়েন মিঠাই দেখার জন্য। তাই সাপ্তাহিক টি আর পি স্কোর যাই হোক কেন মিঠাই সিরিয়াল ঘিরে দর্শকদের মধ্যে কিন্তু উন্মাদনার কমতি নেই।

বরং দিনের পর দিন দর্শকদের ভালোবাসা আর গোপালের আশীর্বাদে দর্শকমহলে বেড়েই চলেছে এই সিরিয়ালের জনপ্রিয়তা। তাই বরাবরের মতো দর্শকমহলে কিন্তু অব্যাহত মিঠাই ম্যাজিক। সিরিয়ালের এক্কেবারে শুরুর দিন থেকেই  ভক্তদের কাছে এই সিরিয়ালের নায়ক সিড (Sid) অভিনেতা আদৃত রায় (Adrit Roy) এবং মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) তো একেবারে নয়নের মণি।

   

Mithai,মিঠাই,Sid,সিড,Anuradha,অনুরাধা,Samaresh,সমরেশ,New promo,নতুন প্রমো

দর্শকদের মনোরঞ্জন করতে প্রতি সপ্তাহেই এই সিরিয়ালে থাকছে একের পর এক নতুন চমক। তাই কখনও একের পর এক নতুন চরিত্রের এন্ট্রি তো কখনও দাদু ঠাম্মির ফুলশয্যা। দর্শকদের নিত্যনতুন মোচড় দিতে কিন্তু এই সিরিয়ালের জুড়ি মেলা ভার। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন কিছুদিন আগেই মনোহরায় এন্ট্রি নিয়েছে দাদাইয়ের বান্ধবী ললিতা দেবীর মেয়ে অনুরাধা।
Mithai,মিঠাই,Sid,সিড,Anuradha,অনুরাধা,Samaresh,সমরেশ,New promo,নতুন প্রমো
শুরুর দিনেই বাড়ির বড়বাবু সমরেশ (Samaresh)অর্থাৎ নিজের বাবাকে তার সাথে কথা বলতে দেখে বড় অদ্ভুত লেগেছিল সিডি বয়ের। আর বিগত কয়েকদিন ধরেই সিরিয়ালের ট্র্যাক দেখে দর্শকদেরও মনে হচ্ছিল এই অনুরাধা (Anuradha) ম্যামের সাথেই আবার বিয়ে হতে পারে সমরেশ বাবুর। এবার সেই জল্পনাই সত্যি হতে চলেছে। এখনও  চ্যানেলের ফেসবুক পেজ থেকে কোনো ভিডিও শেয়ার না করা হলেও সিরিয়ালের ফ্যান পেজগুলির দেওয়ালে ছেয়ে  গিয়েছে মিঠাইয়ের নতুন প্রমোর ছবি আর ভিডিও ।
Mithai,মিঠাই,Sid,সিড,Anuradha,অনুরাধা,Samaresh,সমরেশ,New promo,নতুন প্রমো
সেই প্রমোতেই দেখা যাচ্ছে উচ্ছেবাবু তার মিঠাইরানির হাত ধরে নিয়ে যেতে, যেতে বলছে তার ইচ্ছাটাই এবার পূরণ হতে চলেছে। মনোহরায় আবার বাজছে বিয়ের সানাই। এই বয়সে এসে সত্যি সত্যিই বিয়ে করছেন মিঠাইয়ের শশুর সমরেশ এবং অনুরাধা ম্যাম। এই খবর চাউর হতেই কার্যত শোরগোল পরে গিয়েছে মিঠাই ভক্তদের মধ্যে।