জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai) নিয়ে বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের মাতামাতির শেষ নেই। দু’বছরের একটা পুরনো সিরিয়াল হয়েও এই সিরিয়ালের ক্রেজ কমেনি এক ফোঁটাও। নিঃসন্দেহে প্রশংসনীয়। ধারাবাহিকের একেবারে শুরুর দিন থেকেই নায়ক নায়িকা সিদ্ধার্থ-মিঠাই (Sidhartha Mithai) মানেই দর্শকদের একেবারে নয়নের মণি।
ধারাবাহিকে সিদ্ধার্থের চরিত্রে আদৃত রায় আর মিঠাইয়ের চরিত্রে সৌমিতৃষা কুন্ডুর অভিনয় দেখে চোখ ফেরাতে পারেন না দর্শক। আজও টিভির পর্দায় ‘সিধাই মোমেন্ট’ দেখলে মুহূর্তের মধ্যে মন ভালো হয়ে যায় দর্শকদের। তবে বেশ অনেকদিন হল সেই আনন্দ থেকে একপ্রকার বঞ্চিত মিঠাই ভক্তরা।
সিরিয়ালটি যারা নিয়মিত দেখেন তারা জানেন মাত্র কদিন আগেই সিরিয়ালে ফিরে এসেছে মিঠাই। সেই সাথে এন্ট্রি হয়েছে মিঠাই সিদ্ধার্থের মেয়ে মিষ্টির। তবে এখন দেখা গেছে সেদিন কারখানায় অত বড় দুর্ঘটনা ঘটার পর স্মৃতি হারিয়েছে মিঠাই। আগের কোনো কথাই তাঁর মনে পড়ে না। এখন মেয়েকে নিয়ে এক মিষ্টির ব্যবসায়ীর বাড়িতে আশ্রয় পেয়েছে সে।
তার হয়েই সমস্ত মিষ্টি বানায় মিঠাই আর সব প্রশংসা কুড়োয় ওই লোকটা নিজে। এছাড়া তারা মিঠাই এবং তাঁর মেয়ে মিষ্টির সাথে একেবারেই ভালো ব্যবহার করে না। তবে কাছাকাছি এসেও এখনও পর্যন্ত দেখা হয়নি মিঠাই-সিদ্ধার্থের। তবে বেশি কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল খুব তাড়াতাড়ি মিঠাইয়ের ‘শিবরাত্রি স্পেশাল’ (Shivratri Special) প্রোমো আসবে আর সেখানেই দেখা হবে সিদ্ধার্থ মিঠাইয়ের।
অবশেষে সত্যি হল সেই জল্পনা। প্রকাশ্যে আসা নতুন প্রোমোতে (New Promo) দেখা যাচ্ছে শিব মন্দিরে গিয়ে শিব ঠাকুরের কাছে হাতজোড় করে মিঠাই প্রার্থনা করছে মিষ্টির বাবা কে তা যেন তাঁর মনে পড়ে যায়। এরপরেই মন্দিরের বাইরে কারও পায়ের শব্দ পেয়ে ‘কে’ বলে চিৎকার করে বাইরে বেরিয়ে আসে মিঠাই। কিন্তু তখন মন্দিরে ঘন্টা এসে মাথায় লাগে অজ্ঞান হয়ে পড়ে যায় মিঠাই।
আর দূর থেকে মন্দিরের বাইরে কাওকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে এগিয়ে যায় সিদ্ধার্থ। এরপর চোখেমুখে জল ছিটিয়ে ‘শুনছেন শুনছেন’ বলে ডাকতে থাকে সিদ্ধার্থ। এরপরেই বিদ্যুতের ঝলকানি মিঠাইয়ের মুখে এসে পড়তেই মিঠাই বলে চিৎকার করে ওঠে সিদ্ধার্থ। এই প্রোমো টিভির পর্দায় আসা মাত্রই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি এক ফোঁটাও।