সকাল থেকেই আকাশের মুখভার, অবিরাম বৃষ্টিপাত হয়েই চলেছে। তবে বৃষ্টি কিন্তু বহুমানুষের কাছে বেশ প্রিয়। বৃষ্টির দিনে কোনো এক জানলার ধরে বসে প্রকৃতিকে দেখতে ভালোবাসেন অনেকেই। বাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাই এর অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুও কিন্তু বৃষ্টিকে বেশ ভালোবাসেন।
সম্প্রতি অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ভিডিও শেয়ার করেছেন। কিছু ভিডিও রয়েছে ইনস্টাগ্রাম স্টোরিতে তো আর একটি রিল ভিডিও রয়েছে। ভিডিওগুলিতে দেখা যাচ্ছে কলকাতার রাস্তায় গাড়িতে বসে বৃষ্টি দেখতে দারুন লাগছে মিঠাই অভিনেত্রীর।
এমনকি গাড়ির জানলা খুলে নিজের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। বৃষ্টির ফোটা হাতে নেবার অনুভূতি হাতছাড়া করতে পারেননি অভিনেত্রী। তাই হাত বাড়িয়েছেন গাড়ির জানলার কাঁচ দিয়ে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার পর থেকেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।
View this post on Instagram
এমনিতেই সিরিয়ালের দুর্দান্ত অভিনয়ের জেরে মিঠাইয়ের জনপ্রিয়তা বর্তমানে ব্যাপক। তাই সোশ্যাল মিডিয়াতেও অভিনেত্রীর অনুগামীর সংখ্যা নেহাত কম নয়। ভিডিও শহরে হবার পর থেকে হাজারো অনুরাগী ভিডিওটি দেখেছেন ও নিজেদের মতামত জানিয়েছেন।
অভিনেতা সায়ক চক্রবর্তী সৌমিতৃষার ভিডিও দেখে মন্তব্য করেছেন, ‘হাতের নখগুলো হওয়াতে উপরে যাবে’। আসলে ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেত্রীর হাতের নখ গুলি বেশ বড়বড়। তাই এমন ধরণের মন্তব্য করেছেন তিনি।