• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিচ্ছেদে শেষ হবে ‘মিঠাই’! সিড-মিঠিকে এক করতে বাড়ি ছাড়ল মিঠাইরানী, হাত কামড়াচ্ছে দর্শকেরা

Updated on:

Mithai left Manohara after knowing about Siddhartha Mithi marriage

আস্তে আস্তে শেষের দিকে এগোচ্ছে জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai)। গত প্রায় দু’বছর ধরে দর্শকদের মনোরঞ্জনের রসদ জুগিয়ে এসেছে মিঠাই, সিদ্ধার্থ (Siddhartha) সহ মনোহরার সকল সদস্যরা। কিন্তু এবার নতুন ধারাবাহিককে জায়গা করে দিতে ইতি পড়তে চলেছে একসময়কার বেঙ্গল টপার এই সিরিয়ালে। যদিও শেষ হওয়ার আগে ধারাবাহিকে আসছে একের পর এক রোমাঞ্চকর পর্ব।

ইতিমধ্যেই ‘মিঠাই’য়ে দেখানো হয়েছে, সিদ্ধার্থ-মিঠির (Mithi) গোপন বিয়ের কথা জেনে গিয়েছে মিঠাইরানী। এতদিন ধরে তাঁর থেকে একথা সবাই লুকিয়ে রেখেছিল। কিন্তু ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়, মিঠি এবং শ্রীয়ের কথা আড়াল থেকে শুনে ফেলে মিঠাই। আর তখনই জানতে পারে, তাঁর অবর্তমানে মিঠির গলায় মালা দিয়েছিল তাঁর উচ্ছেবাবু।

Mithi Siddhartha marriage, Mithai, Mithai serial

এত বড় সত্যিটা এভাবে জানতে পেরে স্বাভাবিকভাবেই প্রচণ্ড ভেঙে পড়ে নরম মনের মিঠাই। সে ভাবতে থাকে, উচ্ছেবাবু এবং মিঠির সংসারে তৃতীয় ব্যক্তি হিসেবে প্রবেশ করেছে সে। সেই জন্য আবার সিড এবং মিঠিকে এক করতে চিঠি লিখে রাতের অন্ধকারে মনোহরা ছেড়ে চলে যায় মিঠাই।

চলে যাওয়ার আগে অবশ্য সিদ্ধার্থকে একটি চিঠি লিখে যায় মিঠাই। সেখানে সে লেখে, ‘উচ্ছেবাবু, তোমার আমার পথচলা এই পর্যন্তই। আমি হারিয়ে গিয়েছিলাম। সব কিছু অন্যরকম হয়ে গিয়েছিল। আর সেসব ফেরানো উচিত নয়। আসলে যে চলে যায় একবার সে আর ফিরে আসতে পারে না। আমি চললাম’।

Mithai, Mithai serial, Mithai letter

আসলে মিঠি এবং সিদ্ধার্থের বিয়ের কথা জানলেও তাঁরা কোন পরিস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েছিল তা জানতে পারেনি মিঠাই। সেই জন্য সে ভাবে, তাঁকে ভুলে মিঠিকে নিয়ে হয়তো সুখে ছিল সিদ্ধার্থ। আর সেই জন্যই সিড এবং মিঠির মাঝখান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে। সম্পূর্ণ বিষয়টায় দর্শকদের অনেকেই মিঠিকে দোষারোপ করছেন। তাঁদের মতে, মিঠি না চাইতেও ভিলেন হয় গেল। তাঁর জন্যই আবার মনোহরা ছাড়ল মিঠাই।

অপরদিকে আবার অনেকে আশঙ্কা করছেন, তাহলে কি ‘সিধাই’য়ের বিচ্ছেদ দেখিয়েই শেষ হবে ‘মিঠাই’? শেষ পর্যন্ত সিদ্ধার্থ, শাক্য, মিষ্টিকে নিয়ে সুখে সংসার করবে মিঠি? ইতিমধ্যেই আবার মিঠির মহাবিবাহ সপ্তাহের প্রোমোও প্রকাশ্যে এসে গিয়েছে। এবার দেখা যাক, মিঠির বিয়েতে কোন চমক দেন নির্মাতারা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥