• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই ভক্তদের জন্য দুঃসংবাদ, ১০০০ পর্বের আগেই প্রকাশ্যে শেষ সম্প্রচারের তারিখ!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত সবচেয়ে পুরনো বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘মিঠাই’ (Mithai)। এই সিরিয়ালের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে বাংলার সিরিয়াল প্রেমী দর্শকদের আবেগ। নায়ক নায়িকা সিদ্ধার্থ-মিঠাই (Sidhartha-Mithai) তো বটেই মোদক পরিবারের প্রত্যেক সদস্যই এখন হয়ে উঠেছেন দর্শকদের আপনজন।

তাই টিআরপি (TRP) তালিকায় ৫৬ বারের বেঙ্গল টপার এই সিরিয়ালের নম্বর কমেছে ঠিকই কিন্তু আজ পর্যন্ত এই সিরিয়ালের জনপ্রিয়তার ধারে কাছে ঘেঁষতে পারেনি কেউই। এরইমধ্যে গতকাল থেকেই সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিয়েছে একটাই খবর। যা শুনে ইতিমধ্যেই বেশ মন খারাপ হয়ে গিয়েছে মিঠাই ভক্তদের।

   

জি বাংলা,Zee Bangla,বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,End Rumour,শেষের জল্পনা,Social Media,সোশ্যাল মিডিয়া,Last Telecast Date,শেষ সম্প্রচারের তারিখ,Phulki,ফুলকি

নতুন সিরিয়ালের ভিড়ে স্লট পরিবর্তনের পর এবার নাকি একেবারেই বন্ধ হতে চলেছে মিঠাই। জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি জি বাংলায় আসছে নতুন  সিরিয়াল ‘ফুলকি’। কানাঘুষোয় শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি শুরু হয়ে গিয়েছে এই সিরিয়ালের প্রোমো শুটিং। এবার জানা গেল মিঠাই সম্প্রচারের শেষ তারিখ।

জি বাংলা,Zee Bangla,বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,End Rumour,শেষের জল্পনা,Social Media,সোশ্যাল মিডিয়া,Last Telecast Date,শেষ সম্প্রচারের তারিখ,Phulki,ফুলকি

টেলিপাড়া সূত্রে খবর আগামী মাসের শেষের দিকেই অর্থাৎ ২৩ এপ্রিল টিভির পর্দায় শেষবারের মতো সম্প্রচারিত হবে সকলের প্রিয় এই জনপ্রিয় মেগা সিরিয়াল। আর মিঠাই শেষ হতেই ২৪ এপ্রিল থেকেই জি বাংলার পর্দায় শুরু হবে নতুন সিরিয়াল ফুলকি। যদিও এই খবরে এখনও পর্যন্ত শিলমোহর পড়েনি চ্যানেল কর্তৃপক্ষের তরফে।

জি বাংলা,Zee Bangla,বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,End Rumour,শেষের জল্পনা,Social Media,সোশ্যাল মিডিয়া,Last Telecast Date,শেষ সম্প্রচারের তারিখ,Phulki,ফুলকি

তাই মিঠাই শেষ হওয়ার এই জল্পনাকে সেফ গুঞ্জন বলেই দাবি করেছেন মিঠাই ভক্তদের একটা বড় অংশ। জোর গলায় তাঁদের দাবি এখনই শেষ হবে না মিঠাই। এখনও তোর্সা-সোম, শ্রী-রাতুল কিংবা নিপা-রুদ্রর গল্প দেখার আগ্রহ প্রকাশ করেছেন তাঁরা। প্রসঙ্গত ইতিপূর্বে বহুবার মাথাচারা দিয়েছে মিঠাই শেষ হওয়ার গুঞ্জন।

Soumitrisha Kundu Mithai Web Series

যদিও নিন্দুকদের মুখে ছাই দিয়ে ইতিমধ্যেই সগৌরবে ২ বছর পার করে ফেলেছে মিঠাই। তবে এবার মিঠাই সত্যিই শেষ হচ্ছে নাকি সবটাই গুঞ্জন তাঁর উত্তর অবশ্য দেবে সময়। তবে সোশ্যাল মিডিয়া খুললেই এখন দেখা যাচ্ছে মিঠাই ভক্তদের একটাই দাবি ১০০০ পর্ব পূর্ণ করেই তবেই যেন শেষ হয় মিঠাই।

site