• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই, জগদ্ধাত্রী না পর্ণা? ‘সোনার সংসার’ এ কে হল সেরা নায়িকা? টিভির আগেই প্রকাশ্যে তালিকা

Published on:

Zee Bangla Sonar Songsar 2023 Best actor actress list revealed

প্রতি বছর জি বাংলার (Zee Bangla) তরফ থেকে আয়োজিত হয় ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’ (Sonar Sansar Award)। এই বছরও ব্যতিক্রম হয়নি। গত ৯ মার্চ আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন জি বাংলার সকল ধারাবাহিকের কলাকুশলী থেকে শুরু করে টলিপাড়ার একাধিক তারকা। সেই বর্ণাঢ্য অনুষ্ঠানেই ধারাবাহিকের কলাকুশলীদের হাতে তুলে দেওয়া হল ‘সেরার সেরা’ শিরোপা।

বাংলার সিরিয়ালপ্রেমী মানুষরা প্রত্যেক বছর এই দিনটির জন্য অপেক্ষা করে বসে থাকে। কারণ এই দিনেই তাঁদের প্রিয় তারকাদের হাতে ওঠে সেরার সেরা সম্মান। চলতি বছরও ‘সোনার সংসার’এর প্রোমো প্রকাশ্যে আসার পর থেকে কে কোন পুরস্কার (Sonar Sansar Award 2023) পাবে তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছিল। অবশেষে প্রকাশ্যে এল বিজয়ীদের (Winner) নাম।

Sonar Songsar Award 2023, Sonar Songsar Award 2023 telecast date, Sonar Sansar Award 2023 winners, Sonar Sansar Award winners

বেশ কিছুদিন আগেই জানা গিয়েছিল, ‘সোনার সংসার’এর প্রোমো শ্যুটের পাশাপাশি ভোটাভুটির প্রক্রিয়াও সম্পন্ন হয়ে গিয়েছে। অপেক্ষা ছিল অনুষ্ঠান আয়োজনের। গত বৃহস্পতিবার সেই অনুষ্ঠান আয়োজিত হতেই প্রকাশ্যে এসে গেল সেরা নায়ক, সেরা নায়িকা, প্রিয় জুটি সহ সকল বিভাগের বিজয়ীদের নাম।

এখনও অবধি অফিশিয়াল ঘোষণা না করা হলেও, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ‘সোনার সংসার’এর বিজয়ীদের নাম। জানা গিয়েছে, চলতি বছর সেরা জুটির অ্যাওয়ার্ড জিতেছে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভূ। মিঠাই-উচ্ছেবাবুর জায়গায় তাঁদের হাতে এই পুরস্কার ওঠায় বেজায় ক্ষেপে গিয়েছেন অনেকে।

Jagaddhatri serial Swayambhu, Soumyadeep Mukherjee

যদিও সেরা জুটির পুরস্কার না পেলেও মিঠাই-সিদ্ধার্থ যে একেবারে ফাঁকা হাতে ফিরেছে তা কিন্তু নয়। চলতি বছরের সেরা নায়ক হয়েছে উচ্ছেবাবু। অপরদিকে মিঠাইরানীর সঙ্গে যুগ্মভাবে সেরা নায়িকার খেতাবে ভূষিত হয়েছে জগদ্ধাত্রী। অপরদিকে সেরা খলনায়ক এবং খলনায়িকা পুরস্কার উঠেছে যথাক্রমে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের উৎসব এবং ‘গৌরী এলো’র শৈল মা’র হাতে।

এই বছর ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’এর প্রিয় পরিবার কারা হয়েছে সেই তথ্যও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে। নেটপাড়ায় প্রাপ্ত তথ্যানুযায়ী, এই বছর সেরা পরিবারের পুরস্কার জিতে নিয়েছে ‘নিম ফুলের মধু’ অর্থাৎ দত্ত পরিবার। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, চলতি বছর ‘জগদ্ধাত্রী’ জিতেছে ৯টি অ্যাওয়ার্ড। অপরদিকে ‘মিঠাই’ এবং ‘নিম ফুলের মধু’ পেয়েছে যথাক্রমে ৫টি এবং ৪টি পুরস্কার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥