• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অপেক্ষার অবসান, অবশেষে মা হল মিঠাই! এসে গেল মোদক পরিবারের নতুন বংশধর জুনিয়র উচ্ছেবাবু 

‘সুখে দুখে মিষ্টি মুখে মিঠাই’ (Mithai)! সিরিয়ালের গানের মধ্যে দিয়েই বলা হয়েছে জীবনের সার কথা। বিগত প্রায় দু বছর ধরে বাঙালির ড্রয়িং রুম থেকে এই সিরিয়াল সোজা জায়গা করে নিয়েছে দর্শকদের মনের মণিকোঠায়। তাই একেবারে শুরুর দিন থেকেই মোদক পরিবারের প্রত্যেক সদস্যদের সাথেই দর্শকদের তৈরি হয়েছে এক আত্মীয়তার সম্পর্ক।

সেই সম্পর্কে আবেগ, শ্রদ্ধা, ভালবাসা রয়েছে সবকিছুই। তাই জি বাংলার মিঠাই সিরিয়ালের প্রত্যেক সদস্যদেরই ভীষণ ভালোবাসেন দর্শকরা। তাই দেখতে দেখতে কবে যেন মনোহরার এই মোদক পরিবারের সদস্যদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে উঠেছেন দর্শকরা। একটা সময় ছিল যখন দর্শক মিঠাই মানেই বুঝতেন চমক। প্রতি সপ্তাহেই একের পর এক চমক এনে মন জয় করে নিয়েছিল দর্শকদের। যার ফলে সমস্ত রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়ে ৫৬ বার বেঙ্গল টপারের  শিরোপা জিতেছিল মিঠাই।

   

Mithai Sadh new promo comes out

কিন্তু সময় পাল্টেছে। তাই সময়ের সাথে পত্এ পরিবর্তন হয়েছে মিঠাইরানির টপারশিপেও। তবে টি যার পি-তে স্কোর যাই হোক না কেন মোদক পরিবারের সদস্যরা কিন্তু এখন বাড়িতে নতুন সদস্য আসার আনন্দ  মশগুল। ইতিমধ্যেই দর্শকরা দেখেছেন মনোহরার মিষ্টি বৌমা মিঠাইরানির সাধভক্ষণ পর্ব। সেইপর্ব শেষ হতে না হতেই এসে গিয়েছে সিরিয়ালের নতুন চমক।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Mithai,মিঠাই,Gopal,গোপাল,New Member,নতুন সদস্য,Newborn,সদ্যোজাত,Baby Boy,পুত্রসন্তান

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গিয়েছে মোদক পরিবারের সকলে আশ্রমে গিয়েছে গোপালের বনভোজনে যোগ দিতে। প্রেগন্যান্ট অবস্থাতেই সেখানে গিয়েছে মিঠাইরানীও এরই মধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে সিরিয়ালের আগামী পর্বের বেশ কিছু টুকরো ছবি।যা দেখে  জানা যাচ্ছে আগামী পর্বেই মিঠাইরানির  কোল আলো করে আসতে চলেছে মোদক  পরিবারের নতুন বংশধর ছোট্ট গোপাল।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Mithai,মিঠাই,Gopal,গোপাল,New Member,নতুন সদস্য,Newborn,সদ্যোজাত,Baby Boy,পুত্রসন্তান

হ্যাঁ ঠিকই ধরেছেন গুরুদেবের আশ্রমেই ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিতে চলেছে মিঠাইরানি। আগামী পর্বেই হাজির হতে চলেছে মোদক পরিবারের জুনিয়র উচ্ছেবাবু। ইতিমধ্যেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালের বিভিন্ন ফ্যান পেজে ভাইরাল হয়েছে মিঠাইরানির পুঁচকে গোপালের ছবি।

site