• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিদ্ধার্থ-মিঠির বিয়ের কথা জেনে ডিভোর্সের সিদ্ধান্ত মিঠাইয়ের! নতুন মোড় ‘মিঠাই’ ধারাবাহিকে

Published on:

Mithai gets to know about Siddhartha Mithi marriage, new twist in Zee Bangla’s Mithai

গত প্রায় আড়াই বছর ধরে দর্শকদের বিনোদনের রসদ জুগিয়ে আসছে জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকটি। এতদিন ধরে টেলিভিশনের পর্দায় মিঠাই-সিদ্ধার্থদের (Siddhartha) দেখতে দেখতে তাঁদের যেন ঘরের সদস্য হিসেবেই মানতে শুরু করেছেন দর্শকরা। এই ধারাবাহিকে অভিনয় করেই আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন আদৃত রায় এবং সৌমিতৃষা কুণ্ডু। জি বাংলার একসময়কার এই বেঙ্গল টপার সিরিয়ালেই এবার আসছে দারুণ একটি মোড়।

‘মিঠাই’য়ের নিয়মিত দর্শকরা জানেন, ধারাবাহিকে (Serial) এখন দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছে সৌমিতৃষাকে। মিঠাইয়ের মৃত্যুর ট্র্যাকের সঙ্গেই এন্ট্রি হয়েছিল মিঠি (Mithi) চরিত্রটির। হুবহু মিঠাইরানীর মতো দেখতে সেই মিঠির সঙ্গে বিবাহবন্ধনেও আবদ্ধ হয়েছিল সিদ্ধার্থ। অনেকেই ভেবেছিলেন, মিঠিই হয়তো নায়িকা হবে, ঠিক তখনই এন্ট্রি হয় মিঠাইরানীর।

Mithai Mishti sidhartha sweet momment, Mithai

স্ত্রী-মেয়েকে ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই তাঁদের কাছে ফিরে যায় সিদ্ধার্থ। অপরদিকে তাঁকে ডিভোর্সের কাগজপত্র ধরিয়ে দেয় মিঠি। এখন আবার মিঠির জীবনে এন্ট্রি হয়েছে ডাক্তারবাবু রোহিতের। সিদ্ধার্থকে ভুলে আস্তে আস্তে তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করেছে মিঠির।

সম্প্রতি আবার জি বাংলার তরফ থেকে মিঠির মহাবিবাহ পর্বের প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, মিঠি সাত পাক ঘুরছে সেই সময়ই পুরোহিত এবং গুণ্ডার বেশে সেখানে হাজির হয় মিঠাই এবং সিদ্ধার্থ। তারপর সেখান থেকে মিঠিকে তাঁরা নিয়ে যায়। কিন্তু কার সঙ্গে গাঁটছড়া বাঁধবে মিঠি? এই প্রশ্নের উত্তর মিলতে না মিলতেই ধারাবাহিকে এসে গেল মোড় ঘোরানো টুইস্ট।

Mithai, Mithai serial, Mithai new twist, Mithai and Mithi

‘মিঠাই’য়ের নিয়মিত দর্শকরা জানেন, সিদ্ধার্থ এবং মিঠির বিয়ে হয়ে গেলেও মিঠাই এতদিন তা জানত না। এখন সেই সম্পর্ক অবশ্য ভেঙে গিয়েছে। কিন্তু এবার মিঠি এবং শ্রীয়ের কথা আড়াল থেকে শুনে ফেলবে মিঠাইরানী। আর তখনই জানতে পারবে, তাঁর অবর্তমানে সিদ্ধার্থ এবং মিঠির বিয়ে হয়ে গিয়েছিল।

উচ্ছেবাবুর দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধার খবরে স্বাভাবিকভাবেই প্রচণ্ড অবাক হয়ে যায় মিঠাই। এবার এটাই দেখার, মিঠি এবং সিদ্ধার্থের বিয়ের কথা জানতে পেরে সে কী সিদ্ধান্ত নেয়। স্বামীর দ্বিতীয় বিয়ের কথা জেনেও তাঁর সঙ্গে ঘর করতে কি রাজি হবে মিঠাইরানী নাকি অচিরেই ভেঙে যাবে সিদ্ধার্থ- মিঠাইয়ের সাজানো সংসার? দেখা যাক, দর্শকদের জন্য কোন নতুন চমক নিয়ে অপেক্ষা করছে ‘মিঠাই’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥