• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুরুতেই মিঠাইয়ের নকল, ‘মিঠাই’ একজনই! ‘ফুলকি’ একহাত নিল ক্ষুদ্ধ নেটিজেনরা

Published on:

Mithai fans trolled Phulki for copying Mithairani's style

বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের কাছে আবেগের আরেক নাম ‘মিঠাই’ (Mithai)।  টিভির পর্দায় ইতিমধ্যে এই সিরিয়ালের সম্প্রচার শেষ হয়েছে ঠিকই কিন্তু মিঠাই নিয়ে দর্শকদের পাগলামি কমেনি এক ফোঁটাও। ধারাবাহিকের নায়ক-নায়িকার মিঠাই সিদ্ধার্থের চরিত্রে অভিনয় করে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা আদৃত রায়  এবং অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। দর্শকদের কারও কাছে তাদের জুটি  ‘সিধাই’ তো কারও কাছে তাঁরা ‘আদৃতৃষা’ নামে পরিচিত।

দীর্ঘ আড়াই বছরের এই পথ চলায় মিঠাই এবং এই সিরিয়ালের অন্যান্য সকল সদস্যরাই হয়ে উঠেছিলেন দর্শকদের একেবারে ঘরের মানুষ। মনোহরার মোদক পরিবারের প্রত্যেক সদস্যদেরই দুহাত ভরে  ভালোবাসা দিয়েছিলেন দর্শক। দীর্ঘ আড়াই বছরের এই সফরে একাধি কচড়াই-উতরাইয়ের সাক্ষী থেকেছেন এই সিরিয়ালের কলাকুশলীরা। দীর্ঘদিনের এই পথ চলায় একসময় যেমন বেঙ্গল টপার হয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল এই সিরিয়াল।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,ফুলকি,Phulki,টুকলি,Copy,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

তেমনি পরবর্তীতে সময়ের সাথে সাথে টিআরপি তালিকার নম্বর কমেছে এই সিরিয়ালের। কিন্তু মিঠাই ভক্তরা  মনে করেন মিঠাইয়ের জনপ্রিয়তাটি আর পি দিয়ে মাপা সম্ভব নয়। তাই শেষ দিন পর্যন্ত সমানভাবে নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছিল গোটা মিঠাই পরিবার। প্রসঙ্গত মিঠাইরানী আর তাঁর পরিবারের সদস্যদের নিয়ে দর্শকরা বরাবরই খুবই সচেতন।

তাই, প্রিয় চরিত্রদের নামে কেউ কোনো কথা বললে কিংবা কেউ কাউকে নকল করলে অনুরাগীরা একেবারে ক্ষোভে ফুঁসে ওঠেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তেমনই এক অভিযোগ উঠল সদ্য শুরু হওয়া নতুন সিরিয়াল ‘ফুলকি’ (Phulki)-র বিরুদ্ধে। এমনিতে আগে থেকেই এই সিরিয়ালের ওপর খেপে ছিলেন মিঠাই ভক্তরা। কারণ এই নতুন সিরিয়াল আসায় সকলের প্রিয় সিরিয়াস ধারাবাহিক মিঠাইকে তার জায়গা ছাড়তে হয়েছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,ফুলকি,Phulki,টুকলি,Copy,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

আর এবার একেবারে মিঠাই স্টাইলে কোমরে হাত দিয়ে নায়িকা ফুলকিকে দাঁড়াতে দেখে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন মিঠাই ভক্তরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুই নায়িকার একটি ছবি পোস্ট করে এক নেটিজেন লিখেছেন ‘মিঠাইকে কপি করলেই কি আর মিঠাই হওয়া যায়?’ এই পোস্টের কমেন্ট সেকশনে উপচে পড়েছে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,ফুলকি,Phulki,টুকলি,Copy,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

কেউ পক্ষ নিয়ে বলেছেন ‘একদম ঠিক,মিঠাইতে সিড রাগী ছিল আর মিঠাই ডানপিটে। সেটাও কপি করলো। সব কিছু ভিতরে ভিতরে কপি। যতই কপি করুক না কেন আমাদের মিঠাইয়ের জায়গা কেউ নিতে পারবে না’। তো  কেউ আবারপ্রশ্ন ছুঁড়েছেন ‘এই স্টাইলটার আবিষ্কার কি মিঠাই করেছিল?’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥