• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অনুরাগের ছোঁয়ার কপি, মিঠাইয়ের মেয়ে এত পাকা কেন? নিন্দুকদের পাল্টা ধুয়ে দিল সিধাই ভক্তরা

Published on:

Viewers Claim Mithai Copying Anurager Chhowa Fans gives reply

‘মিঠাই’ (Mithai) বরাবরই সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় একটি সিরিয়াল। এই ধারাবাহিকের সাথেই জড়িয়ে রয়েছে অসংখ্য মিঠাইভক্তদের আবেগ। তাই এই সিরিয়াল কিংবা সিরিয়ালের কলাকুশলীদের নাম কেউ কিছু বললেই একেবারে ধুয়ে দেন মিঠাইভক্তরা। অন্যদিকে ইদানিং বাংলা সিরিয়ালের জগতে রাজ করছে স্টার জলসার বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)।

সোশ্যাল মিডিয়ায় ‘অনুরাগের ছোঁয়া’র ফ্যান ফলোয়িংও রয়েছে চোখে পড়ার মতো। সম্প্রতি মিঠাইতে মিঠাইয়ের মেয়ে মিষ্টির এন্ট্রি হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে ‘কপি কপি’ রব। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের ভক্তদের দাবি দীপার মেয়ে রুপাকে দেখেই মিঠাইতে মিষ্টিকে আনা হয়েছে।

মিঠাই,Mithai,মিষ্টি,Mishti,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,দীপা,Deepa,রুপা,Rupa,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media,পাকা মেয়ে,Paka Meye

আসলে মোদক পরিবারের এই খুদে সদস্য বেশ চটপটে আর তার কথা বার্তাও বেশ পাকাপাকা। যা দেখে দর্শকদের মনে হয়েছে ইচ্ছা করেই রুপাকে দেখে টুকলি করেছে মিঠাই। তবে এইভাবে প্রিয় সিরিয়ালের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ উঠতে দেখে হাত গুটিয়ে বসে থাকেননি মিঠাই ভক্তরাও।

Unknown facts about Anurager Chonwa Rupa actress Sristi Majumdar

তাই একেবারে ব্যাঙ্গের ছলে মিঠাইয়ের সাথে অনুরাগের ছোঁয়ার ঠিক কতটা মিল তা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এক মিঠাই ভক্ত। নিন্দুকদের মুখে একেবারে ঝামা ঘষে দিয়ে তুলনা টেনে বেশ কায়দা করেই তিনি লিখেছেন ‘মিঠাই = অনুরাগের ছোঁয়া। অনুরাগে মিশকা ষড়যন্ত্র করে আলাদা করে দিলো এদিকেও মিঠাইকেও কোনো এক অদৃশ্য মিশ্কা shorjontro করে আলাদা করে দিলো। দিপার বাচ্চাকে সূর্য স্বীকার করেনি এদিকে মিঠাই এর বাচ্চাকেও সিড স্বীকার করেনি’।

মিঠাই,Mithai,মিষ্টি,Mishti,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,দীপা,Deepa,রুপা,Rupa,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media,পাকা মেয়ে,Paka Meye

এখানেই শেষ নয়। সেইসাথে ওই ব্যক্তি আরও লিখেছেন ‘দীপার হসপিটালে দুটো মেয়ে হয়েছে এদিকে মিঠাই এরও হয়তো দুটো মেয়ে হয়েছে ,, হতেই পারে একটা মেয়েকে জলসা ফ্যানরা লুকিয়ে রেখেছে। এতোকিছু কপি করলো ঠিক আছে , কিন্তু তারপর আবার মিঠাই এর মেয়েটাকেও পাকা হতে হলো কেন মিঠাই এর মেয়ে কেন পাকা হবে ???.. মিঠাই এর মেয়েকে তো বোবা করতে পারতো। পাকা হওয়ার অধিকার সুধু দীপার মেয়ের। এভাবে হুবহু টুকে দেওয়ার পরেও কোন লজ্জায় মিঠাই ফ্যানরা উঁচু গুলায় কথা বলে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥