• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP-তে পিছিয়েও মিঠাইরানিই সেরা! জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ডে জয়জয়কার মোদক পরিবারের

আগেই সামনে এসেছিল জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড (Sonar Songshar Award) শোয়ের প্রোমো ভিডিও। টিভির পর্দায় প্রিয় তারকাদের সোনায় মোড়া সেই বাঙালিয়ানা দেখে আগেই মুগ্ধ হয়েছিলেন দর্শক। অবশেষে গতকাল অর্থাৎ শনিবারেই সপ্তাহের শেষে অনুষ্ঠিত হয়ে গেল বহু প্রতিক্ষিত এই অ্যাওয়ার্ড শো। এখনও টিভির পর্দায় এই পর্ব কবে সম্প্রচারিত হবে তা জানা না গেলেও চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রিয় তারকাদের টুকরো ঝলক শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

রেডকার্পেটে ধারাবাহিকের প্রিয় তারকাদের নজরকাড়া লুক দেখে এখন থেকেই রীতিমতো উচ্ছসিত হয়ে পড়েছেন দর্শক। এদিন রেড কার্পেটে হাজির ছিল গোটা মোদক পরিবার।লাল শিফনের শাড়ির সাথে ফুল হাতার স্টাইলিশ ব্লাউজ আর খোলা চুলে তাক লাগিয়েছিলেন মোদক বাড়ির মিষ্টি বৌমা মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) । অন্যদিকে নীল রঙের ব্লেজার আর প্যান্টে ধরা দিয়েছিলেন সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায় (Adrit Roy)।

   

Sonar Songsar Award,সোনার সংসার অ্যাওয়ার্ড,Mithai,মিঠাই,Zee Bangla,জি বাংলা,Soumitrisha,সৌমিতৃষা,Adrit Roy,আদৃত রায়

জানা যায় এদিন তারকাখচিত এই অ্যাওয়ার্ড শোতে হাজির হয়েছিলেন পর্দার একাধিক জনপ্রিয় চরিত্ররা। সবমিলিয়ে এদিন কার্যত চাঁদের হাট বসেছিল জি বাংলার সোনার সংসার অনুষ্ঠানে। এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন আমাদের রাজ্যের সবচেয়ে কালারফুল রাজনীতিবিদ মদন মিত্র (Madanw Mitra)-সহ টলিউডের একঝাঁক তারকা। পৌঁছেছিলেন আবির, অঙ্কুশ, পায়েল-সহ আরও অনেকে।

Sonar Songsar Award,সোনার সংসার অ্যাওয়ার্ড,Mithai,মিঠাই,Zee Bangla,জি বাংলা,Soumitrisha,সৌমিতৃষা,Adrit Roy,আদৃত রায়

এদিন মদন মিত্রের হাত থেকে পুরস্কার নিতে দেখা যায় মোদক পরিবারের সর্বকনিষ্ট নিপা অভিনেত্রী ঐন্দ্রিলাকে (Oindrila)। উল্লেখ্য সকলেই জানেন কিছুদিন আগে পর্যন্তও প্রায় দশ মাসেরও বেশি সময় ধরে একটানা টিআরপি (TRP) তালিকায় বেঙ্গল টপারের মুকুট নিজেদের দখলে ধরে রেখেছিল মিঠাই(Mithai)-য়ের মোদক পরিবার।

Sonar Songsar Award,সোনার সংসার অ্যাওয়ার্ড,Mithai,মিঠাই,Zee Bangla,জি বাংলা,Soumitrisha,সৌমিতৃষা,Adrit Roy,আদৃত রায়

তবে এই নিয়ে গত তিন সপ্তাহ ধরে টিআরপি তালিকায় পিছিয়ে পড়েছে মিঠাইরানি।এই সপ্তাহেও তৃতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। তবে টিআরপি তে পিছিয়ে থাকলেও প্রত্যাশা মতোই একের পর এক সেরার সেরা পুরস্কার নিজেদের ঝুলি পুরে তাক লাগিয়ে দিয়েছে মোদক পরিবার। এখনও অফিসিয়াল তালিকা প্রকাশ না হলেও শোনা যাচ্ছে সেরা নায়ক ও সেরা নায়িকার পুরস্কার পাওয়ার পাশাপাশি মোট ১৭ টি পুরস্কার পেয়েছে মিঠাই।