• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বোকা বানানো হচ্ছে দর্শকদের! ‘মিঠাই’ শেষের ঘোষণার পর মুখ খুললেন ‘শ্রীতমা’ অভিনেত্রী

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,শেষের জল্পনা,Air Off Rumour,ফ্লোর পরিবর্তন,Floor Change,শ্রীতমা দিদি,Sritama Didi,দিয়া মুখার্জী,Diya Mukherjee,প্রতিক্রিয়া,Reaction

বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের কাছে আবেগের আরেক নাম জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai)। দেখতে দেখতে বয়স  আড়াই বছর পেরিয়ে গেলেও আজও দর্শকমহলে এক ফোঁটাও কমেনি মিঠাই ম্যাজিক। সিরিয়ালের নায়ক-নায়িকা সিদ্ধার্থ-মিঠাই তো বটেই সেইসাথে এই সিরিয়ালের দর্শকদের রয়েছে আরো একাধিক পছন্দের চরিত্র।

প্রসঙ্গত একঝাঁক বাংলা সিরিয়ালের ভীড়েও যেভাবে দিনের পর দিন নিজেদের জনপ্রিয়তা বজায় রেখেছে মিঠাই তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে বিগত আড়াই বছরের এই সফরে বহুবার মাথা ছাড়া দিয়েছে মিঠাই শেষের জল্পনা। যদিও তা ধোপে টেকেনি, সমস্ত জল্পনার উর্ধে গিয়েই সগৌরবে  সম্প্রচারিত হচ্ছে জি বাংলার এই বেঙ্গল টপার সিরিয়াল।

Mithai, Mithai serial, Mithai serial cast

তবে সম্প্রতি মিঠাই শেষের জল্পনা উস্কে  দিয়েছিলেন খোদ সিরিয়ালের  নায়ক তথা সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায়। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিও শেয়ার করেছিলেন। যেখানে গোটা মনোহরা অর্থাৎ মিঠাইয়ের সেট  ঘুরিয়ে দেখানোর পাশাপাশি সফর শেষের কথা জানিয়েছিলেন অভিনেতা।

Mithai serial Siddhartha AKA Adrit Roy got injured, actor himself shared health update

যা দেখা মাত্রই  মন খারাপ হয়ে গিয়েছিল অনুরাগীদের। যদিও পরে জানা যায় সিরিয়াল শেষ হচ্ছে না তবে পাল্টে যাচ্ছে শুটিং ফ্লোর।  এ বিষয়ে জানার জন্যই আনন্দবাজার অনলাইনের তরফে সম্প্রতি যোগাযোগ করা হয়েছিল মোদক বাড়ির অন্যতম জনপ্রিয় সদস্য তথা সিদ্ধার্থের বোন শ্রীতমা অভিনেত্রী দিয়া মুখার্জির সাথে।

Mithai Sidharth Actor Adrit Roy Annouces Last Day of Shooting at Mohohora

এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন ‘যদিও আমরা এখনও শেষ দিনের শুটিং কবে হবে সেটা জানি না। তবে এই প্রথম টানা আড়াই বছর একটা সিরিয়ালে অভিনয় করলাম। খুব ভাল অভিজ্ঞতা। শেষের দিনগুলো যত এগিয়ে আসবে দুঃখ ততটাই বাড়বে। তবে যেহেতু এখনও শেষ হওয়ার কথা কিছু বলেনি, তাই এখনই ভাবতে চাই না। আপাতত অন্য একটি ফ্লোরে শুটিং হচ্ছে আমাদের।’

Mithai Audience Praise Diya Mukherjee

তবে সেই সাথে টেলিপাড়ায় কানাঘুঁষো  শোনা যাচ্ছে সত্যি সত্যিই আর বেশি দিন বাকি নেই মিঠাইয়ের। সত্যিই  এবার পাকাপাকিভাবেই শেষ হতে চলেছে মিঠাইয়ের সম্প্রচার।  যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে অফিশিয়ালি কোনো ঘোষণা করা হয়নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥