জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘মিঠাই’ (Mithai)। এই সিরিয়ালের দর্শকদের ভীষণ পছন্দের দুটি চরিত্র হলো মিঠাই এবং সোম। টিভির পর্দায় সম্পর্কে তাঁরা ভাসুর-বৌমা। ধারাবাহিকের মিঠাই চরিত্রে সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) এবং সোম চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেতা ধ্রুবজ্যোতি সরকারকে (Dhruba Jyoti Sarkar)।
এতদিনে সকলেই জেনে গিয়েছেন পর্দার মিঠাই এবং সোম দুজনেই কিন্তু বাস্তবে দুর্দান্ত নাচেন। আর সোম অর্থাৎ অভিনেতা ধ্রুবজ্যোতি সরকারের কেরিয়ার তো শুরুই হয়েছিল জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চ থেকে। অন্যদিকে সৌমিতৃষা নিজেও দুর্দান্ত নাচেন। এমনকি সিরিয়ালেও ইতিপূর্বে বহুবার মিঠাই রানীর নাচ দেখে মুগ্ধ হয়েছেন দর্শক।
তবে অনুরাগীরা সকলেই জানেন রিল লাইফ এর মতো রিয়েল লাইফেও দুর্দান্ত নাচ করেন সৌমিতৃষা। মাঝেমধ্যেই তার সেই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় দেখতে পান অনুরাগীরা। এছাড়া একটা সময় মাঝেমধ্যেই পর্দার অনস্ক্রিন ভাসুর অর্থাৎ ধ্রুবজ্যোতির সাথে একসাথে নানান ট্রেন্ডিং গানে রিল ভিডিও বানাতে দেখা যেত তাঁকে। যদিও মাঝখানে বেশ কিছুদিন জি বাংলার ‘পিলু’ সিরিয়ালে মল্লার চরিত্রে অভিনয় করার জন্য বেশ কিছুদিন মিঠাই থেকে বিরতি নিয়েছিলেন ধ্রুবজ্যোতি।
সেই সময় বহুদিন ভক্তরা দেখতে পাননি সৌমিতৃষা এবং ধ্রুবজ্যোতির নাচের যুগলবন্দী। তবে পিলু শেষ হওয়ার পর ইতিমধ্যেই কেটে গিয়েছে বেশ কিছুদিন। মনোহরায় ফিরেও এসেছে মোদক বাড়ির বড় ছেলে সোম। কিন্তু তারপরেও দুজনকে একসাথে ভিডিও বানাতে দেখা যায়নি বহুদিন। অবশেষে দর্শকদের বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে পাঠানের ট্রেন্ডিং গানে একসাথে কোমর দোলাতে দেখা গেল পর্দার মিঠাই সোমকে।
View this post on Instagram
প্রসঙ্গত এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে ট্রেন্ডিং গান শাহরুখ খান এবং দীপিকা পাডুকোনের ‘ঝুমে জো পাঠান’। এই গানেই এদিন তুমুল নাচ করতে দেখা গেল অন স্ক্রিন ভাসুর বৌমাকে। বরাবরের মতো এবারও পর্দার মিঠাই সোমের দুর্দান্ত নাচ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। তবে এতদিন অপেক্ষা করার জন্য ঝরে পড়ল একরাশ অভিমান।
এমনই একজন অনুরাগী বেশ রসিকতা করেই লিখেছেন ‘এতদিন তো মহাদেবের জন্য মা পার্বতী ও তপস্যা করেননি। পরের ডান্স রিলের জন্য এত অপেক্ষা করিও না দয়া করে। বরাবরের মতো ফাটাফাটি হয়েছে। সব থেকে সেরা ডান্সিংডুয়ো। আগুন লাগিয়ে দিয়েছো’।