• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেয়েই বুঝল বাবার কষ্ট! অফস্ক্রিনেও বাবা আদৃতকে আগলে রাখছে মিষ্টি অ্যঞ্জেল

Published on:

Mithai Serial Misti Actress stays with onscreen father Sidharth even in offscreen

বাংলা সিরিয়ালের (Bengali Serial) ইতিহাসে ‘মিঠাই’ (Mithai) মানেই একটা মাইলস্টোন। বর্তমানে বাংলা টেলিভিশনের পর্দায় সবচেয়ে পুরোনো সিরিয়াল হওয়া সত্ত্বেও আজ অবধি এই সিরিয়ালের জনপ্রিয়তার ধারে কাছে নেই কেউ।

শুরু থেকেই এই সিরিয়ালে মিঠাই চরিত্রে সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) এবং সিদ্ধার্থ (Sidhartha) চরিত্রে আদৃত রায়ের (Adrit Roy) অভিনয় পাকাপাকি ভাবেই জায়গা করে নিয়েছে দর্শকদের মনের মাঝে। গোমড়া মুখো দাদুর নাতি থেকে মিঠাইরানির কেয়ারিং উচ্ছেবাবু কিংবা শাক্য মিষ্টির আদরের বাবাই সব চরিত্রেই এককথায় অনবদ্য সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায়।

Mithai Serial going Off Air Soon rumours in social media with ending date

বিগত ২ বছরে টিভির পর্দায় কত নায়ক এল আর গেল তবে জনপ্রিয়তার দিক দিয়ে মোদক এই ছেলের ধারেকাছে নেই কেউই। আজও বাংলার অসংখ্য তরুণীর কাছে ক্রাশ তিনি। আদৃতের মহিলা অনুরাগীরা সকলেই চান তাঁর মতোই একজন মনের মানুষ পেতে। কাজে বোঝাই যাচ্ছে দর্শকমহলে পর্দার উচ্ছে বাবুর জনপ্রিয়তা রয়েছে আকাশছোঁয়া।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bnagla,মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,মিষ্টি,Mishti,আদৃত রায়,Adrit Roy,পায়ে আঘাত,Leg Injury,ভাইরাল ভিডিও,Viral Video

সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন বিগত কয়েকদিন ধরে ধারাবাহিকের দেখা যাচ্ছে না দর্শকদের প্রিয় উচ্ছেবাবুকে। আর তাতেই এমনিতেই বেশ মন খারাপ হয়ে গিয়েছিল অনুরাগীদের। আসলে সম্প্রতি জানা গিয়েছে সিরিয়ালের সেটে খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছেন অভিনেতা। তাই বিশ্রাম তিন দিনের বিশ্রাম নিচ্ছেন তিনি।

কিন্তু আদৃতের পায়ে চোট লাগার খবর পেয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অনুরাগীরা। তাই নিজের সমস্ত ভক্তদের আশ্বস্ত করে সম্প্রতি একটি ফেসবুক পোস্টে অভিনেতা  লিখেছিলেন ‘তোমাদের জন্য আবার ফিরে এসেছি। এত উৎকণ্ঠা দেখানোর জন্য এবং শুভেচ্ছাবার্তা পাঠানোর জন্য প্রত্যেককে ধন্যবাদ। প্রত্যেকটি ফ্যান ক্লাব এবং প্রতিটি মানুষ যারা আমার দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁদের ধন্যবাদ জানাই। আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি’।

Adrit Roy, Adrit Roy injured, Adrit Roy Facebook post

এরই মধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে পর্দার মতোই ছোট্ট মিষ্টি অভিনেত্রী অনুমেঘা একইভাবে খেয়াল রাখছে তাঁর বাবাইয়ের। এই মিষ্টি ভিডিও শেয়ার করে নিয়ে  সোশ্যাল মিডিয়ায় এক আদৃত ভক্ত লিখেছেন ‘নিজের কষ্ট চেপে রেখে আর কত করবে আমাদের জন্য। এই ভিডিও টা দেখে সব থেকে বেশি কষ্ট হচ্ছে’।

সেইসাথে ওই অনুরাগীর আরও সংযোজন ‘বাবার সাথে মেয়ের একটা আলাদা টান থাকে। আর এখানে অনুমেঘা আদৃত অনস্ক্রিন  বাবা মেয়ে কিন্তু অফস্ক্রিনেও অনুমেঘা আদৃতকে কতো টা ভালোবাসে। নিজে হাত ধরে নিয়ে এসে বসলো’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥