• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবাইয়ের কোলে ছোট্টো এঞ্জেল! অফস্ক্রিনে মিষ্টি-সিদ্ধার্থের খুনসুটি মন কাড়লো নেটিজেনদের

বিগত ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমীদের কাছে অন্যতম সেরা সিরিয়াল হয়ে উঠেছে জি বাংলার (Zee Bnagla) ‘মিঠাই’ (Mithai)। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরোনো সিরিয়াল হওয়া সত্ত্বেও আজ অবধি এই সিরিয়ালের জনপ্রিয়তার ধারে কাছে নেই কেউ। তাই মিঠাই ভক্তরা নিজেদের মধ্যেই বলাবলি করেন বাংলা সিরিয়ালের ইতিহাসে মিঠাই একটা মাইলস্টোন।

তাই স্বাভাবিকভাবেই এমনি এমনিই ৫৪ বার বেঙ্গল টপার হওয়ার রেকর্ড গড়েনি মিঠাই। বিগত ২ বছরের বেশি সময় ধরে চলতে থাকা এই সিরিয়ালের মুকুটে ইতিমধ্যেই উঠেছে একাধিক সেরার শিরোপা। সেইসাথে দর্শকদের অফুরন্ত ভালোবাসা তো আছেই। তাই ইদানিং টিআরপি তালিকায় নম্বর কমলেও দর্শকদের মনের সিংহাসনে আজও রাজ করছে মিঠাইরানির গোটা মোদক পরিবার।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bnagla,মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,মিষ্টি,Mishti,অনুমেঘা কাহালি,Anumegha Kahali,আদৃত রায়,Adrit Roy

দর্শকরা জানেন শুরু থেকেই এই সিরিয়ালে মিঠাই চরিত্রে সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) এবং সিদ্ধার্থ (Sidhartha) চরিত্রে আদৃত রায়ের (Adrit Roy) অভিনয় পাকাপাকি ভাবেই জায়গা করে নিয়েছে দর্শকদের মনের মাঝে। প্রসঙ্গত সময়ের সাথে এখন বেশ অনেকটাই এগিয়ে গিয়েছে এই সিরিয়ালের গল্প। সিড মিঠাইয়ের জীবনে এখন যোগ হয়েছে দুই খুদে সদস্য। মিঠাইরানির ছেলে শাক্য তো আগেই ছিল মনোহরায়।

Mithai Mishti sidhartha sweet momment

আর তারপর মিঠাইয়ের সাথেই এসেছে শাক্যর বোন মিষ্টি (Mishti)। ধারাবাহিকে এই এঞ্জেল মিষ্টির চরিত্রে দেখা যাচ্ছে শিশু শিল্পী অনুমেঘা কাহালিকে (Anumegha Kahali)। নামের মতোই মিষ্টি দেখতে এই অনুমেঘার অভিনয় অল্পদিনেই মন জয় করে নিয়েছে দর্শকদের। পর্দার মিষ্টির সাথে কিন্তু অনস্ক্রিনের মতোই দারুন বন্ডিং তাঁর মিষ্টি মা আর বাবাইয়ের।

সব মেয়েদের মতোই মিষ্টিও বোধ হয় তাঁর বাবাইকে একটু বেশীই ভালোবাসে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পর্দার মিষ্টি ওরফে অনুমেঘার সাথে সিদ্ধার্থ ওরফে আদৃতের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ছোট্ট এঞ্জেল তার বন্ধু অর্থাৎ বাবাইয়ের কোল থেকে নামছে না একেবারেই। আর পর্দার উচ্ছেবাবুও তার অনস্ক্রিন মেয়েকে কাছ ছাড়া করছে না একেবারে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bnagla,মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,মিষ্টি,Mishti,অনুমেঘা কাহালি,Anumegha Kahali,আদৃত রায়,Adrit Roy

এদিন সোশ্যাল মিডিয়ায় আদৃত, অনুমেঘার এই মিষ্টি ভিডিও শেয়ার করে একজন অনুরাগী লিখেছেন ‘মিষ্টির কমফোর্ট জোন, তার কাঞ্চনজঙ্ঘা আঙ্কেল। ডাকটা ভীষণ ভিটকেলে, তবে আদৃতের সঙ্গে পাহাড় বিষয়টা কেনো জানি না খুব যায়। আদরপাগলী অনুমেঘা,তার আদরের ঝুলিটা পূর্ণ করতে এই কাঞ্চনজঙ্ঘা আঙ্কেলের কাছেই যায় যাকে ভালোবাসলে সেও একবুক ভালোবাসা ফিরিয়ে দেয়’।

site