• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেঘ-নীলের জীবনে ঝড় তুলতে খলনায়ক হচ্ছেন মিঠাইয়ের রুদ্র! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম ট্র্যাক

Updated on:

Mithai fame Rudra actor Fahim Mirza will play a negative role in Ichcheputul serial

চলতি মাসের শুরুতেই টিভি পর্দায় শেষ হয়েছে বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমী দর্শকদের অত্যন্ত পছন্দের সিরিয়াল ‘মিঠাই’ (Mithai)। সিরিয়াল শেষ হওয়ার পর থেকে একে একে নতুন নতুন প্রজেক্টে করছেন এই সিরিয়ালের সমস্ত কলা কুশলীরা। ইতিমধ্যেই স্টার জলসার নতুন সিরিয়াল সন্ধ্যাতারায় কামব্যাক করেছেন মিঠাইরানীর বড় জামাইবাবু অর্থাৎ রাজীব অভিনেতা সৌরভ।

অন্যদিকে তারই  অন-স্ক্রিন বউ অর্থাৎ নন্দা চরিত্রের অভিনেত্রী কৌশম্বিও ফিরেছেন জি বাংলার নতুন ধারাবাহিক ‘ফুলকি’তে। অন্যদিকে কালার্স বাংলার নতুন সিরিয়ালে ফিরেছেন নিপা অভিনেত্রী ঐন্দ্রিলা। আর এবার এই তালিকায় যোগ হতে চলেছে আরও একটি নাম তিনি হলেন মিঠাই সিরিয়ালের মিঠাইরানীর পুলিশ দাদা অর্থাৎ পুলিশ অফিসার রুদ্র (Rudra) অভিনেতা ফাহিম মির্জা (Fahim Mirza)।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,রুদ্র,Rudra,ফাহিম মির্জা,Fahim Mirza,ইচ্ছে পুতুল,Ichcheputul,নেগেটিভ চরিত্র,Negative Role

মিঠাইতেন ফাহিম অভিনীত এই চরিত্রটি ছিল দর্শকদের ভীষণ পছন্দের। শুরু থেকেই এই ধারাবাহিকে পজিটিভ চরিত্রে অভিনয় করেছেন তিনি।তবে এবার শোনা যাচ্ছে পজেটিভ চরিত্রের পরিবর্তে ফাহিম ফিরতে চলেছেন নেগেটিভ চরিত্র (Negative Role) নিয়ে। টেলিপাড়া সূত্রে খবর খুব শিগগিরই তিনি ভিলেন হয়ে এন্ট্রি নিতে চলেছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’-এ (Ichcheputul)।

এই ধারাবাহিকের নায়ক নায়িকা মেঘ এবং নীলের মধ্যে ভাঙ্গন ধরাতে খলনায়ক হয়ে আসছেন ফাহিম। তবে তাঁকে কিন্তু এমন নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে আগেও।  ইতিপূর্বে ‘কড়িখেলা’ সিরিয়ালেও  খলনায়ক হয়েছিলেন ফাহিম।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,রুদ্র,Rudra,ফাহিম মির্জা,Fahim Mirza,ইচ্ছে পুতুল,Ichcheputul,নেগেটিভ চরিত্র,Negative Role

কিন্তু দর্শকরা বরাবরই তাঁকে পজিটিভ চরিত্রেই বেশি পছন্দ করে এসেছেন। বিশেষ করে মিঠাই সিরিয়ালে নিপা রানীর ‘রুদ্র দাআআ’ হয়েই দর্শকদের একেবারে ঘরের ছেলে হয়ে উঠেছিলেন এই অভিনেতা। এবার দেখার ইচ্ছেপুতুল সিরিয়ালে নেগেটিভ শেডের চরিত্র করে তিনি দর্শকমহলে ঠিক কতটা জনপ্রিয়তা পেতে পারেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥