• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই শেষ হতেই নতুন রূপে কামব্যাক নীপার! ঐন্দ্রিলার নতুন লুক দেখেই উচ্ছসিত ভক্তরা

Updated on:

Mithai fame Nipa Oindrila Saha takes entry in colors bangla's serial Tumi Je amar ma

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত মিষ্টি একজন অভিনেত্রী হলেন ‘মিঠাই’ খ্যাত, নীপা অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা (Oindrila Saha)। এই সিরিয়ালে অর্থাৎ মোদক পরিবারের সবচেয়ে ছোট মেয়ে নিপা চরিত্রে অভিনয় করে দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন ঐন্দ্রিলা। প্রসঙ্গত মিঠাই শেষ হওয়ার পর থেকেই এই সিরিয়ালের প্রায় সমস্ত কলা কুশলীরাই একের পর এক নতুন কাজে ফিরছেন।

এবার এই তালিকায় যোগ দিতে চলেছেন মিঠাই রানীর  ছোট ননদ নীপা। প্রসঙ্গত সিরিয়াল প্রেমী দর্শকরা জানেন কালার্স বাংলাযা (Colors Bangla) সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘তুমি যে আমার মা’ (Tumi Je Amar Maa)।  এই ধারাবাহিকের প্রধান নায়ক নায়িকা অনিরুদ্ধ আর আরোহীর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সুমন দে এবং অভিনেত্রী  প্রিয়া মন্ডল।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,নীপা,Nipa,ঐন্দ্রিলা সাহা,Oindrila Saha,কালার্স বাংলা,Colors bangla,তুমি যে আমার মা,Tumii Je Amar Maa,আরাধ্যা বিশ্বাস,Aradhya Biswas,১০ বছরের লীপ,10 years Leap

২০২২ সালে শুরু হওয়া এই সিরিয়ালে তাদের মেয়ের আরুর চরিত্রে এতদিন অভিনয় করছিলেন শিশুশিল্পী আরাধ্যা বিশ্বাস। তবে সিরিয়ালের বর্তমান প্লট অনুযায়ী দেখা যাচ্ছে এই ছোট মেয়েটি এবার বড় হয়ে উঠেছে।  ধারাবাহিকে এই আরুর বড়বেলার চরিত্রেই অভিনয় করছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,নীপা,Nipa,ঐন্দ্রিলা সাহা,Oindrila Saha,কালার্স বাংলা,Colors bangla,তুমি যে আমার মা,Tumii Je Amar Maa,আরাধ্যা বিশ্বাস,Aradhya Biswas,১০ বছরের লীপ,10 years Leap

প্রসঙ্গত খুব ছোটবেলা থেকে ডান্স বাংলা ডান্স জুনিয়র এর মঞ্চ থেকে সফর শুরু করেছিলেন ঐন্দ্রিলা। এরপর সেই শিশু শিল্পী কাজ করেছেন একাধিক জনপ্রিয় মেগা সিরিয়ালে। তালিকায় রয়েছে দেবীপক্ষ, আমার দূর্গা,রাইকিশোরী, চুনি পান্না,ঝুমুর,রাশি এবং করুণাময়ী রানী রাসমণি। আর রাসমণিতে ‘করুণা’ চরিত্রে দেখা গিয়েছিল ঐন্দ্রিলাকে।

আর সদ্য  জি বাংলায় শেষ হয়েছে ঐন্দ্রিলা অভিনীত জনপ্রিয় মেগা সিরিয়াল মিঠাই। এছাড়াও ইতিপূর্বে তিনি কাজ করে ফেলেছেন একাধিক মিউজিক ভিডিওতে। তবে দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার ঐন্দ্রিলা নতুন সিরিয়ালে ফেরায় দারুন খুশি হয়েছেন ভক্তরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥