• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ভালো আছিস?’ নিন্দুকদের মুখে ঝামা ঘষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আদৃত-সৌমিতৃষার মিষ্টি ভিডিও

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,আদৃত রায়,Adrit Roy,ভাইরাল ভিডিও,Viral Video

বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের কাছে আবেগের আর এক নাম ‘মিঠাই’ (Mithai)। দীর্ঘ আড়াই বছরের সফর শেষে আজই শেষবারের মতো লাইট-ক্যামেরা আর অ্যাকশনে গমগম করবে উঠবে মিঠাই এর স্টুডিও। আজই শেষবারের মতো ভারতলক্ষ্মী স্টুডিওতে মিঠাইয়ের অন্তিম পর্বের শুটিং সারছেন  আদৃত-সৌমিতৃষারা (Adrit-Soumitrisha)।

সবমিলিয়ে মিঠাইয়ের কলাকুশলী থেকে ভক্তমহল সর্বত্র মন খারাপের রেশ। কিছুদিন আগেই পিঠের চোটের কারণে সিরিয়ালের শুটিং থেকে টানা ১২ দিনের বিরতি নিয়েছিলেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা। তবে সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় শেষ দুদিনের জন্য শুটিং ফ্লোরে ফিরে এসেছেন সকলের প্রিয় মিঠাইরানী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,আদৃত রায়,Adrit Roy,ভাইরাল ভিডিও,Viral Video

এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সকলের প্রিয় ‘সিধাই’ (Sidhai) জুটির একটি মিষ্টি ভিডিও। মঙ্গলবার ফ্যানদের ক্যামেরায় সেই বন্দি সেই ভিডিওতে দেখা যাচ্ছে পরনে গোলাপি রঙের শাড়ি পরে শুটিং ফ্লোরে ঢুকছেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা। আর পাশে স্ক্রিপ্ট হাতে নিয়ে তাঁকে একজন পরবর্তী সীনের খুঁটিনাটি বোঝাচ্ছেন।

এরই মাঝে পর্দার উচ্ছেবাবু অভিনেতা  আদৃতকে দেখে একগাল হেসেই সৌমিতৃষা বলে ওঠেন ‘ভালো আছিস?’ ওদিক থেকে আদৃতও পাল্টা বলে ওঠে ‘আরে,একদম পাক্কা!’ এরপর সৌমিতৃষা সেটের ভিতর ঢুকে যাওয়া অবধি  সেদিকেই তাকিয়ে থাকতে দেখা যায় আদৃতকে। শেষ বেলায় প্রিয়জুটির  এমন মিষ্টি দৃশ্য দেখে বেজায় খুশি অনুরাগীরা।

প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই টেলিপাড়ায় গুঞ্জন পর্দায় মিঠাই রানী আর উচ্ছেবাবুর কেমিস্ট্রি সুপারহিট হলেও বাস্তবে তাদের মধ্যে নাকি কথাবার্তা প্রায় নেই বললেই চলে। যার কারণ হিসাবে একাধিকবার উঠে এসেছে আদৃতের চর্চিত প্রেমিকা কৌশাম্বি চক্রবর্তীর নাম।

কিন্তু নিন্দুকেরা যাই বলুক না কেন এদিনের এই ভিডিও দেখে কিন্তু একেবারে আনন্দে লাফাচ্ছেন ‘সিধাই’ ভক্তরা। প্রসঙ্গত আদৃতের সাথে কথা বন্ধ থাকার বিষয়ে কিছুদিন আগেই সৌমিতৃষা আনন্দবাজার অনলাইনে জানিয়েছিলেন ‘চর্চা তো কখনও শেষ হওয়ার নয়। আমার বরং মনে হয় চর্চা যত হবে ততই ভালো, আমার জন্যও, আদৃতের জন্য়ও। আর আমরা ভালো বন্ধু ছিলাম আর থাকবো।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥