বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমী দর্শকদের কাছে আবেগের আরেক নাম ‘মিঠাই’ (Mithai)। বিগত দু’বছরের বেশি সময় ধরে এই সিরিয়ালের নায়ক নায়িকা সিদ্ধার্থ-মিঠাই (Sidhartha-Mithai) হয়ে উঠেছেন দর্শকদের একেবারে নয়নের মণি। এই সিরিয়ালের হাত ধরেই সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায় এবং মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু বাংলা জুড়ে পেয়েছেন বিপুল জনপ্রিয়তা।
টেলিভিশনের পর্দায় চলতে থাকা এক ঝাঁক নতুন সিরিয়ালের ভীড়ে আজও দর্শকদের প্রিয় জুটি মিঠাই সিদ্ধার্থ। অনুরাগীরা এই প্রিয় জুটির নাম মিলিয়ে নাম দিয়েছেন সিধাই। কিন্তু পর্দায় এই জুটির রসায়ন যতই তুখোর হোক না কেন টেলিপাড়ার মাঝেমধ্যেই শোনা যায় বাস্তব জীবনে সিড-মিঠাই জুটির মনোমালিন্যের গুঞ্জন।
প্রসঙ্গত সদ্য প্রকাশ্যে এসেছে জি বাংলা ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’এর (Sonar Songsar Award) প্রোমো। প্রসঙ্গত চলতি মাসের শুরুতেই শুটিং সম্পন্ন হয়েছে এই অ্যাওয়ার্ড ফাংশনের। তারপর প্রকাশ্যে আসা প্রোমো দেখে জানা গিয়েছে আগামী ২৭ মার্চ রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে টিভির পর্দায় এই অনুষ্ঠানের সম্প্রচার হবে। সেই থেকেই এই অনুষ্ঠান দেখার জন্য রীতিমত অপেক্ষায় রয়েছেন বাংলা সিরিয়ালের অসংখ্য অনুরাগীরা।
তবে প্রকাশ্যে আসা এই প্রোমো দেখে ক্ষোভ তৈরী হয়েছে মিঠাই ভক্তদের মধ্যে। আসলে সেখানে জি বাংলার জগধাত্রী-স্বয়ম্ভু,জুঁই-শুভ্র, তিতির-সোমরাজ কিংবা সৃজন-পর্ণার মত জনপ্রিয় টেলি জুটিদের একসাথে কাপল ডান্স করতে দেখা গেলেও দেখা মেলেনি এই চ্যানেলের অন্যতম সেরা সিরিয়াল মিঠাইয়ের নায়ক নায়িকা সিড-মিঠাইয়ের। সেই সাথে দেখা মেলেনি গোটা মোদক পরিবারের সদস্যদেরও।
View this post on Instagram
যা দেখে রীতিমতো ক্ষেপে লাল মিঠাই ভক্তরা। যা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মিঠাইয়ের ফ্যান পেজগুলোতে শুরু হয়েছে প্রতিবাদ। যার জন্য অনেকে পর্দার সিড-মিঠাই জুটির বাস্তব জীবনের মনোমালিন্যকে দুষছেন। অনেকের দাবি বাস্তব জীবনে তারা একে অপরকে এড়িয়ে চলতেই পছন্দ করেন। তাই গতবারের মতো এবারও সোনার সংসার অ্যাওয়ার্ডে তাঁদের কোন নাচের পারফরম্যান্স দেখা যাবে।
যদিও আদৃত সৌমিতৃষার মনোমালিনের বিষয়টিকে মানতে নারাজ মিঠাই ভক্তরা। তাঁদের দাবি আদৃত নাচ করতে ভালোবাসে না। সে গান গাইতে ভালবাসে, তাই ব্যাপারটা ইগোর নয় ব্যাপারটা পছন্দের। তাই আদৃত সৌমিতৃষার মধ্যে কোন মনোমালিন্য নেই বলে দাবি মিঠাই ভক্তদের। প্রসঙ্গত এবছর সোনার সংসার অ্যাওয়ার্ডে যৌথভাবে সেরা নায়িকার সম্মান পেয়েছেন মিঠাই এবং জগদ্ধাত্রী। অন্য দিকে সেরা নায়কের পুরস্কার উঠেছে পর্দার উচ্ছেবাবু অর্থাৎ অভিনেতা আদৃত রায়ের ঝুলিতেই।