• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবা ফিরতেই হাসি ফুটল মুখে! ভাইরাল মিষ্টি-শাক্যর সাথে বাবা সিদ্ধার্থের আদুরে ছবি

Published on:

Adrit Roy Sidhartha Mithai Shakyo Mishti

নায়ক বলে কথা,তাঁকে ছাড়া কি আর সিরিয়াল চলে? তাই পর্দার ‘সিডি বয়’ ছাড়া কিন্তু অসম্পূর্ণ মোদক পরিবারের সদস্য। তাই তিনি না থাকায় যেন প্রাণহীন হয়ে পড়েছিল গোটা মনোহরা। আসলে সম্প্রতি পর্দার মিঠাইরানির উচ্ছেবাবু অর্থাৎ আদৃত রায় (Adrit Roy) গুরুতর চোট পেয়েছিলেন পায়ে।

পায়ে চোট পাওয়ার কারণেই কাজ পাগল অভিনেতা একপ্রকার বাধ্য হয়েই বেশ কয়েকদিন দূরেই ছিলেন সিরিয়ালের শুটিং থেকে। তবে  যতই হোক এতদিন ধরে পর্দার প্রিয় নায়ককে দেখতে না পেয়ে মন খারাপ ছিল অনুরাগীদের। সবাই থাকলেও দাদুর নাতি না থাকায় কোথাও যেন একটা শূন্যতা ছিল মোদক বাড়িতে।

Mithai serial Siddhartha, Adrit Roy, Adrit Roy injured

তাই প্রিয় অভিনেতা কে পর্দায় দেখার জন্য রীতিমত মুখিয়ে ছিলেন অনুরাগীরা। সকলেই ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন নায়কের পায়ের চোট দ্রুত সারিয়ে দেওয়ার জন্য। অবশেষে সকলের প্রার্থনায় কাজ দিয়েছে।অনুরাগীদের সুখবর দিয়েই মঙ্গলবার থেকেই মিঠাইয়ের শুটিং ফ্লোরে  কামব্যাক করেছেন শাক্য-মিষ্টির বাবা।

তবে সব ঠিক থাকলে বুধ অথবা বৃহস্পতিবার থেকেই পর্দায় দেখা যাবে তাঁকে।  অনেকদিন পর বন্ধু অর্থাৎ বাবাইকে পেয়ে বেজায় খুশি মিষ্টি অভিনেত্রী অনুমেগা কাহালিও। পর্দার মতোই বাস্তবেও এই বাবা মেয়ের মধ্যে রয়েছেন একটা দারুন মিষ্টি বন্ডিং। যা মাঝেমধ্যেই ধরা পড়ে ছবি কিংবা ভিডিওতে।

Mithai serial Siddhartha AKA Adrit Roy got injured, actor himself shared health update

আর তাই অনেকদিন পর পর্দার বাবাইকে ফিরে পেয়ে তাঁর সাথে দুটি আদুরে  ছবি শেয়ার করেছিলেন ছোট্ট মিষ্টি। ছবিতে দেখা যাচ্ছে আদৃতের জন্য বানানো গেট ওয়েল সুন কার্ড হাতে নিয়ে আদৃতের কোলেই শুয়ে পড়েছে মিষ্টি।

Mithia,মিঠাই,Sidhartha,সিদ্ধার্থ,Adrit Roy,আদৃত রায়,Leg Injury,পায়ে ছোট,Comeback,কামব্যাক,Shooting Floor,শুটিং ফ্লোর,Mishti,মিষ্টি,Shakyo,শাক্য

পর্দার বাপ বেটা কেও এদিন পোজ  দিতে দেখা গিয়েছে ক্যামেরার সামনে। মাথায় উস্কো খুসকো চুল মুখ ভর্তি দাড়ি আর পরনে নীল শার্ট পরা সিডি বয় অনস্ক্রিন ছেলে শাক্যর  চুলের মুঠি  ধরে পোজ দিয়েছেন। আর এই ছবির ক্যাপশনে ছোট্ট শাক্য  লিখেছেন ‘পা ইস ব্যাক’। দুই ভাইবোনের শেয়ার করা ছবিতেই বয়ে গিয়েছে লাইক কমেন্টের বন্যা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥