• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেম জমে ক্ষীর! বৃষ্টির মরশুমে শহরে একসাথে, ছবিতেই ধরা পড়লেন উচ্ছেবাবু-দিদিয়া

Published on:

Mithai fame Adrit Roy and Kaushambi Chakraborty Dating each other rumours Photo goes viral on social media

‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের নায়ক সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায়ের (Adrit Roy) সাথে সহ অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর প্রেমের গুঞ্জন এখন বাংলা সিরিয়ালের (Bengali Serial) অন্যতম হট টপিক। প্রসঙ্গত এমনিতেই মিঠাই শুরুর দিন থেকেই সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায়কে নিয়ে দর্শকমহলে পাগলামির শেষ নেই।

দীর্ঘ ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা সিরিয়াল প্রেমী দর্শকদের মনে রাজ রীতিমতো রাজ করছেন পর্দার উচ্ছেবাবু। বিশেষ করে মহিলা মহলে অর্থাৎ বাংলার অসংখ্য তরুণীদের কাছে বং ক্রাশ তিনি। তাই প্রিয় অভিনেতার ছোট থেকে ছোট বিষয় সবকিছুই একেবারে নখ  দর্পণে থাকে অনুরাগীদের।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Zee Bangla,জী বাংলা,Mithai,মিঠাই,Sidhartha,সিদ্ধার্থ,Didiya,দিদিয়া,Adrit Roy,আদৃত রায়,Kaushambi Chakraborty,কৌশাম্বি চক্রবর্তী,Date,প্রেম,Viral Photo,ভাইরাল ছবি,Social Media,সোশ্যাল মিডিয়া

তাই অদৃতের শার্ট অন্য কেউ পরে ঘুরে বেড়ালে তা যেমন চোখ এড়ায় না অনুরাগীদের।  তেমনই অদৃতের সাথে একই জায়গায় কেউ ঘুরতে যাবে অথচ আলাদা আলাদা ছবি দিয়ে পার যাবেন সেটি কিন্তু হওয়ার নয়। এবার তেমনই পর্দার দিদিয়া অভিনেত্রী কৌশাম্বীর সাথে লুকিয়ে প্রেম করতে গিয়েও অনুরাগীদের চোখকে কিন্তু ফাঁকি দিতে পারলেন আদৃত কৌশাম্বী।

এদিন আদৃত কৌশাম্বি দুজনেই প্রায় একই সময়ে দুটি আলাদা আলাদা পোস্ট করেছেন নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে। ছবি দেখেই বোঝা যাচ্ছে দুজনেই গিয়েছেন কোনো রুফ টপ ক্যাফেতে। একদিকে পর্দার উচ্ছেবাবু ছবি শেয়ার করে লিখেছেন ‘মেঘের কোলে রোদ হেসেছে,বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি’।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Zee Bangla,জী বাংলা,Mithai,মিঠাই,Sidhartha,সিদ্ধার্থ,Didiya,দিদিয়া,Adrit Roy,আদৃত রায়,Kaushambi Chakraborty,কৌশাম্বি চক্রবর্তী,Date,প্রেম,Viral Photo,ভাইরাল ছবি,Social Media,সোশ্যাল মিডিয়া

আর কৌশাম্বীও ওই একই জায়গা থেকে দুটো আলাদা পোজ দিয়ে ছবি দিয়ে লিখেছেন ‘প্রশ্ন হল কে আমাকে যেতে দিচ্ছে সেটা নয়, কে আমাকে আটকাচ্ছে। এদিন কৌশাম্বীর পরনে ছিল আকাশি রঙের একটি ম্যাক্সি ড্রেস আর আদৃত পরেছিলেন বেগুনি টিশার্ট আর জলপাই প্যান্ট।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Zee Bangla,জী বাংলা,Mithai,মিঠাই,Sidhartha,সিদ্ধার্থ,Didiya,দিদিয়া,Adrit Roy,আদৃত রায়,Kaushambi Chakraborty,কৌশাম্বি চক্রবর্তী,Date,প্রেম,Viral Photo,ভাইরাল ছবি,Social Media,সোশ্যাল মিডিয়া

আলাদা আলাদা ছবি পোস্ট করলেও সকলেই কিন্তু বুঝতে পারছেন অনস্ক্রিন এই ভাইবোন জুটির প্রেম এখন জমে একেবারে ক্ষীর। আর এদিন তাদের দুজনের এই ছবি দেখে তো, ‘কুদৃত’ ভক্তরা আনন্দে লাফাচ্ছেন। আসলে আদৃত কৌশাম্বীর অনুরাগীরা তাঁদের নাম মিলিয়ে ভালোবেসে এই নাম রেখেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥