• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাতে পায়ে কন্ট্রোল নেই মিঠাইয়ের! ডিভোর্স কেসে সিড-মিঠাইয়ের কান্ড দেখে হাসবেন আপনিও

Published on:

Mithai Sidharth Divorce মিঠাই সিদ্ধার্থ ডিভোর্স

মিঠাই (Mithai) সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে আলাদা করে বলার কিছুই নেই। বিগত দুমাস ধরে ব্যাক টু ব্যাক টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে আসছে মিঠাই। বর্তমানে সিরিয়ালের একত্রে ডাবল টুইস্ট চলছে। একদিনে মিঠাইয়ের ডিভোর্সের কিছুটা দৃশ্য দেখানো হয়েছিল। কিন্তু মিঠাইকে ডিভোর্স দিতে ঠিক মন মঞ্চে না সিদ্ধার্থের। অন্যদিকে রাতুল ও শ্রীতমার বৈবাহিক সম্পর্ক কেমন যেন জটিল হয়ে যাচ্ছে।

সম্প্রতি একাধিক মজাদার দৃশ্য দেখানো হয়েছে সিরিয়ালে। প্রথম দিন থেকেই সিদ্ধার্থ অর্থাৎ উচ্ছেবাবুকে ভেঙচি কেটে আসছে মিঠাই রানী। কিন্তু এবার মিঠাইকে ভেংচি কেটে বাড়ির সকলকে দেখিয়েছে সিদ্ধার্থ। যা দেখে হেসে কুল কিনারা পায়নি বাড়ির কেউ। দীর্ঘদিন পর বাড়ির সকলে মাইল একসাথে হয়ে আনন্দের মধ্যে দিয়ে দিব্যি কাটছে।

Mithai Sidharth Divorce মিঠাই সিদ্ধার্থ ডিভোর্স

কিন্তু মুশকিল হল এরই মধ্যে মিঠাই সিদ্ধার্থের ডিভোর্সের ডেট পরে গিয়েছে। সিদ্ধার্থ মিঠাই সহ গোটা পরিবার হাজির হয়েছে জজ সাহেবের কাছে। আর সেখানে যা হল তার খন্ড দৃশ্য দেখেই হাসি থামানোর চেষ্টা বৃথা দর্শকদের। সম্প্রতি জি বাংলার অফিসিয়াল পেজে মিঠাই-সিদ্ধার্থের ডিভোর্সের মুহূর্তের একটি ছোট্ট ভিডিও শেয়ার করা হয়েছে।

ভিডিওতে সিদ্ধার্থকে জাজ প্রশ্ন করে মিঠাইয়ের সাথে তার সমস্যাটা কোথায়! এর উত্তরে সিদ্ধার্থ বলে, ‘ওর হাতে পায়ে কোনো কন্ট্রোল নেই। হয় জিনিসপত্র ভাঙছে নোই অ্যাকসিডেন্ট করছে। সাথে সাথেই মিঠাই বলে ওঠে, আর সেদিন যে তুমি দরজার হ্যান্ডেলটা ভাঙলে! এরপর সিদ্ধার্থ বলে ফেলে যে সেদিন মিঠাইয়ের সাথে একঘরে রাত কাটাতে হয়েছে সিদ্ধার্থকে। এই শুনেই জাজেদের মুখে প্রশ্ন, ‘কি! কেস চলাকালীন আপনারা এক ঘরে রাত কাটিয়েছেন?’

জাজের মুখে এই কথা শুনে মিঠাই বা বলে উঠেছে, ‘ একসাথে রাত কাটানোর কথাটা বলে দিলেন! এবার ডিভোর্সটা কি করে হবে’! তাহলেই বুঝুন, এমন ডিভোর্স কেস কেউ কোনোদিন দেখেছে কি না তা বলা যাবে না। ভিডিওটি শেয়ার হবার পর থেকেই বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। আর দর্শকদেরও ভিডিওটি বেশ মনে ধরেছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥