বাংলা সিরিয়াল দেখেন অথচ মিঠাই (Mithai) দেখেন না এমন দর্শক আজকের দিনে খুঁজে পাওয়া কিন্তু বেশ শক্ত। দর্শকদের কাছে মিঠাই-সিদ্ধার্থ (Mithai-Sidharth) জুটি কিন্তু দারুন জনপ্রিয়। তবে শুধুমাত্র মিঠাই-সিদ্ধার্থ নয় সিরিয়ালের প্রতিটা চরিত্রই যেন মন কেড়ে নিয়েছে সকলের। এই যেমন রুদ্রাদার আইপিএস বান্ধবী ধারাও (Dhara) কিন্তু বেশ জনপ্রিয়। সিরিয়ালের ‘ধারা’ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অর্কজা আচার্য (Arkaja Acharya)।
রুদ্রদা আর নিপার মাঝে এসে প্রবেশ করেছিল ধারা, নিপা তো বেজায় রেগেই থাকত ধারাকে দেখে। এদিকে রুদ্রদাও একসময় ধারাকে প্রপোজ করে বসে। কিন্তু রুদ্রদার প্রেমের প্রস্তাবে সাড়া দেয়নি ধারা, কারণ তার অন্য কাউকে পছন্দ। কিন্তু এতো গেল পর্দায় কাহিনী, বাস্তবে কেমন মনের মানুষ পছন্দ করেন অভিনেত্রী অর্কজা? এবার সেই রহস্যই উদ্ঘাটন হয়ে গেল।
অভিনেত্রী নিজেই তাঁর কেমন ছেলে পছন্দ তাঁর বর্ণনা দিয়েছেন। অর্থাৎ অর্কজা আচার্যর মনের মানুষ হতে গেলে কি কি ক্রাইটেরিয়া সেটা জানা গিয়েছে। তাঁর মতে, রূপটা আসল নয়, বরং রূপের থেকে খিদে আগে। তাই তাঁর স্বামীকে ভালো রান্না করে খাওয়াতে জানতে হবে।
এছাড়াও প্রতিটা মেয়েই চায় যে তার স্বামী যেন তাকে আদর যত্নের মধ্যে রাখে। অভিনেত্রীর সেটুকুই দাবিও রয়েছে। সুতরাং, বোঝাই যাচ্ছে যারা এখনো সিঙ্গেল রয়েছেন আর ভালো রান্না করতে জানেন তাদের জন্য কিন্তু এটা একেবারে সোনায় সোহাগ অফার। আপনার মধ্যেও যদি এই গুণ থেকে থাকে তাহলে চাইলে একবার চেষ্টা করে দেখতেই পারেন।
প্রসঙ্গত, মিঠাইয়ের আগে ‘ওগো নিরুপমা’ সিরিয়ালে মুখ্য চরিত্রে নিরুপমার চরিত্রে অভিনয় করেছেন অর্কজা। এরপর সেই সিরিয়াল শেষ হলে মিঠাই সিরিয়ালে এন্ট্রি নেন। জানা যাচ্ছে আরও একটি সিরিয়ালে খুব শীঘ্রই দেখা যাবে অভিনেত্রীকে। আর ছোটপর্দার পাশাপাশি ডিজিটাল দুনিয়াতেও পা রাখার প্রস্তুতি নিয়ে ফেলেছেন অভিনেত্রী। শীঘ্রই ডিজিটাল প্লাটফর্মেও দেখা মিলবে অর্কজা আচার্যের।