• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাধুরী স্টাইলে ‘এক দো তিন’ গানে মিঠাইয়ের নাচ, জমজমাট দাদাগিরির গ্রান্ড ফিনালে, রইল ভিডিও

বাঙালির বিনোদন আর সিরিয়ালের নাম আসবে না তাও আবার হয় নাকি! আর সিরিয়ালপ্রেমীদের কাছে জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai) সিরিয়াল দুর্দান্ত জনপ্রিয়। ঠিক যেমন রিয়্যালিটি শোয়ের মধ্যে ‘দাদাগিরি’ (Dadagiri) এর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। আর হবে নাই বা কেন? সঞ্চালকের ভূমিকায় রয়েছেন স্বয়ং ক্রিকেটের মহারাজ তথা বাংলার গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে দেখতে দেখতে শেষের পথে দাদাগিরি সিজেন ৯। আগামী ৫ই জুন দাদাগিরি সিজেন ৯ এর গ্রান্ড ফিনালে (Dadagiri Season 9 Grand Finale)।

দাদাগিরির গ্র্যান্ড ফিনালে মানেই গ্র্যান্ড একটা ব্যাপার। এদিন মঞ্চে বাংলা টেলিভিশন তথা ইন্ডাস্ট্রির একাধিক তাবড় তাবড় শিল্পী থেকেই বললিউড থেকেও শিল্পীরা হাজির হবেন। শুধুই যে খেলা তা কিন্তু নয়, নাচ গান আর খেলার সাথে জমিয়ে আড্ডা দিয়ে হবে গ্র্যান্ড ফিনালে।

   

Mithai on Dadagiri Final Episode Look

এদিন মঞ্চে সৌরভ তো থাকছেনই, সাহতে থাকছেন কাঞ্চন মল্লিক থেকে রূপম ইসলামদের মত তারকারা। সুতরাং বোঝাই যাচ্ছে ফুল ও কমেডি যেমন থাকবে তেমনি থাকবে দুর্দান্ত গান। আর তারই সাথে উপস্থিত থাকবে বাংলা সিরিয়ালের জনপ্রিয়ত নায়ক নায়িকারা।

ইতিমধ্যেই দাদাগিরি গ্র্যান্ড ফিনালের মঞ্চ থেকে কিছু টিজার শেয়ার করা হয়েছে। যেখানে জনপ্রিয় ‘মিঠাই’ সিরিয়ালের অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) ও ‘এই পথ যদি না শেষ হয়’ এর উর্মি অভিনেত্রীর অন্বেষা হাজরার (Anwesha Hazra) নাচের এক ঝলক দেখা। গিয়েছে। জি বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ থেকেই শেয়ার করা হয়েছে ভিডিওটি।

Mithai Soumitrisha Kundu Ei path Jodi na sesh hoi Anwesha Hazra

ইতিমধ্যেই সেই ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে মাধুরী দীক্ষিতের বিখ্যাত গান ‘এক দো তিন’ এ নাচতে দেখা যাচ্ছে মিঠাইকে। গোলাপি রঙের পোশাকে মিঠাইয়ের নাচের ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। অনেকেই কমেন করেছেন যে শুধু ভালো অভিনয়ই নয় দুর্দান্ত নাচতেও পারে মিঠাই।

অবশ্য এই প্রথমবার নয় এর আগেও একাধিকবার নাচতে দেখা গিয়েছে তাকে। এমনকি মিঠাই সিরিয়ালেও অনেকবার নাচতে দেখা গিয়েছে সৌমিতৃষাকে। মোদক পরিবারের রবীন্দ্র জয়ন্তী উৎসবে হোক বা টেস অফিস সিদ্ধার্থের পার্টি সবেতেই দারুন নেচে তাক লাগিয়েছিল মিঠাই। এবার সেই ম্যাজিকই আবারও দাদাগিরির গ্র্যান্ড ফিনালের মঞ্চে করে দেখালো সৌমিতৃষা।

প্রসঙ্গত, এদিন মিঠাইয়ের একার নয় সাথে অন্বেষার নাচও থাকছে। গ্র্যান্ড ফিনালের মঞ্চে ‘রঙ্গবতী’ গানে নাচতে দেখা  যাচ্ছে উর্মি অভিনেত্রী  অন্বেষাকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হলে ভাইরাল হয়ে  পরে। কিন্তু তাতে কিছুজনের মতে নাচ ভালো লাগলেও। কিছুজন আবার ট্রলিং শুরু করেছেন। এক নেটিজেনদের মতে, ‘উর্মিকে একেবারে জোকারের মত লাগছে’। তবে কটাক্ষ বাদ দিলে দুজনের নাচই বেশ ভালো এমনটাই মত নেটিজেনদের।

site