বাংলা সিরিয়ালের মধ্যে মিঠাইকে (Mithai) যেন আটকানো যাচ্ছে না। জনপ্রিয়তার দিক থেকে বিগত চার সপ্তাহ একই প্রথম স্থান দখল করে রেখেছে মিঠাই। বলতে গেলে মিঠাই ম্যাজিকে মেতে রয়েছে বাঙালি দর্শকেরা। ছটফটে আর সাধাসিধে মিঠাই যে কিনা সকলের ভালোর কথা চিন্তা করে। আর মিঠাই পড়েছে উচ্ছেবাবু মানে সিদ্ধার্থের মত এক লোকের খপ্পরে। যেকিনা একেবারেই বেরসিক, মিষ্টি পর্যন্ত পছন্দ করে না। কথায় কথায় শুধু রাগ আর মুখে চোখে গাম্ভীর্য।
সিরিয়ালের মিঠাই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। অভিনেত্রী দক্ষ অভিনয়ের কারণে তার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। শুধু যে সিরিয়ালে তা কিন্তু নয়, বাস্তবেও সোশ্যাল মিডিয়াতে চড়চড় করে বাড়ছে অভিনেত্রীর অনুগামীর সংখ্যা। ইতিমধ্যেই ৮৫ হাজারেরও বেশি অনুগামী হয়ে গিয়েছে সৌমিতৃষার ইনস্টাগ্রামে।
যদিও ইনস্টাগ্রাম খুব বেশি সক্রিয় নয় অভিনেত্রী, তবে মাঝে মধ্যে ছবি ভিডিও শেয়ার করেন। আর শেয়ার করলেই তা মুহূর্তে ভাইরাল হয় পরে। সম্প্রতি জী বাংলা চ্যানেলের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যে ভিডিওতে নাচতে দেখা যাচ্ছে মিঠাইকে। চাঁদিফাটা গরমে যখন মানুষের প্রাণ যায় যায় অবস্থা সেই সময় আকাশ থেকে কিছু বৃষ্টির ফোঁটা ঝরে পড়েছে এই গরম আবহাওয়াকে ঠান্ডা করতে।
View this post on Instagram
আর এই বৃষ্টি নামার আনন্দেই পরিবারের এক সদস্যের সাথে কলকাতার টলিপাড়ার রাস্তায় শাড়ি পরেই নাচতে লেগেছে মিঠাই। সাথে রয়েছে ‘বার্সো রে মেঘা মেঘা’ গান। ভিডিওটি ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল হয়েপড়েছে সোশ্যাল মিডিয়াতে। হু হু করে বেড়ে চলেছে দর্শক আর লাইকের সংখ্যা।