• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP এর জন্য শেষমেশ গল্প চুরি! ‘মিঠাই’র বিরুদ্ধে বড়সড় অভিযোগ নেটিজেনদের

Published on:

Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,টিআরপি,TRP,গল্প চুরি,Copy Script,তিন সিরিয়াল,Three Serial,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,গাঁটছড়া,Gantchora,কৃষ্ণকলি,Krishnakoli,Target Rating Point

জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai) মানেই চমক। তবে সময়ের সাথে হয়তো সিরিয়ালের টিআরপি (TRP) কমেছে ঠিকই তবে এ কথা কিন্তু মানতেই হবে আজও মিঠাইরানির জনপ্রিয়তার ধারে কাছে পৌঁছাতে পারেনি কেউ। সময়ের সাথে সাথে সিরিয়ালের সম্প্রচারের সময় যেমন পরিবর্তন হয়েছে, তেমনই গল্পে এসেছে নিত্যনতুন চরিত্র আর নতুন ট্র্যাক।

কিছুদিন আগেই দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে সিরিয়ালে ফিরে এসেছে মিঠাই। আর নায়িকা ফিরতেই  টিআরপি তালিকাতেও নাম্বার বেড়েছে হুড়মুড়িয়ে। তবে এসবের মধ্যেই এবার মিঠাই এর বিরুদ্ধে উঠলো তিন জনপ্রিয় ধারাবাহিকের গল্প চুরির অভিযোগ।  যার মধ্যে এক নম্বরে রয়েছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়া।

Sidhartha copy Mithai viral video

দর্শকদের একাংশের দাবি, মিঠাই তে যেভাবে মিঠাই তার মেয়ে মিষ্টিকে নিয়ে এত বছর পর ফিরে এসেছে তা আসলে অনুরাগের ছোঁয়ার দীপা আর রুপার গল্প অনুকরণ করেই করা হয়েছে। প্রসঙ্গত এই  মিঠাই  সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন এই মুহূর্তে সিদ্ধার্থ থেকে শুরু করে মনোহরার প্রত্যেক সদস্য মরিয়া হয়ে চেষ্টা করছেন মিঠাইয়ের স্মৃতি ফেরানোর।

যা দেখে দর্শকদের দাবি, এই ট্র্যাক চুরি করা হয়েছে স্টার জলসার অপর জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া থেকে।  দেবীপুরের জঙ্গলে গিয়ে খড়ির  স্মৃতি হারানোর পর ঋদ্ধি যেভাবে তার স্মৃতি ফেরানোর চেষ্টা করেছিল তা দেখেই এবার মিঠাইয়ের বিরুদ্ধে উঠল গল্প চুরির অভিযোগ। অন্যদিকে তালিকায় রয়েছে জি বাংলারই পুরনো সিরিয়াল কৃষ্ণকলিও।

Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,টিআরপি,TRP,গল্প চুরি,Copy Script,তিন সিরিয়াল,Three Serial,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,গাঁটছড়া,Gantchora,কৃষ্ণকলি,Krishnakoli,Target Rating Point

প্রসঙ্গত সিরিয়াল প্রেমি দর্শকদের নিশ্চয়ই মনে থাকবে এই সিরিয়ালেও একসময় স্মৃতি হারানোর পর সারাক্ষণ ঘোমটা টেনে রাখত সিরিয়ালের নায়িকা শ্যামা।  আর মিঠাইতেও দেখা গিয়েছে বহুদিন পর স্মৃতি হারিয়ে ফিরে আসার পর মিঠাই অর্থাৎ মিষ্টির মাও বেশ কিছুদিন ঘোমটা টেনে চলাফেরা করতো। আর এই ভাবেই বেশি টিআরপির লোভে তিন জনপ্রিয় সিরিয়ালের থেকে মিঠাই এর বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ তুলেছেন মিঠাই হেটার্সরা।

Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,টিআরপি,TRP,গল্প চুরি,Copy Script,তিন সিরিয়াল,Three Serial,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,গাঁটছড়া,Gantchora,কৃষ্ণকলি,Krishnakoli,Target Rating Point

যদিও সকলের এই দাবি ফুৎকারে উড়িয়ে দিয়েছেন মিঠাই ভক্তরা।  তবে একথা ঠিক আগের মত জৌলুস  হারিয়েছে মিঠাই। সময়ের সাথে সাথে এই সিরিয়াল থেকে বাদ গিয়েছে সমরেশ, অমরেশ,আপা,স্যান্ডি, পিংকিজির মতো একাধিক চরিত্ররা। সেই সাথে এখন সিরিয়ালে খুবই কম দেখা যায় দাদু,রুদ্র কিংবা রাতুলের মত সদস্যদের। তবে একথাও ঠিক পুরনো চরিত্রদের আনাগোনা কম হলেও কিন্তু সেই সাথে সিরিয়ালে এন্ট্রি নিয়েছে একাধিক নতুন চরিত্র। যাদের হাত ধরেই প্রায় প্রতি সপ্তাহেই নিত্যনতুন কায়দায় দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন মিঠাই পরিবার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥