• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলা সিরিয়ালের ইতিহাসে রেকর্ড! ‘মিঠাই’এর ২ বছরের সেলিব্রেশন স্পেশাল ভিডিও দেখতে ভিড় নেটপাড়ায়

Published on:

Mithai Serial Completes 2 Year Special Celebration Video Viral on Internet

জি বাংলার অন্যতম মাইলস্টোন একটি সিরিয়াল হল ‘মিঠাই’ (Mithai)। দর্শকদের ভালোবাসায় দেখতে দেখতে আজকের দিনে দু’বছর পূরণ করল এই সিরিয়াল। বিগত দুবছরের এই যাত্রাপথে সমস্ত রেকর্ড ভেঙে টানা ৫৪ বার বেঙ্গল টপারের খেতাব জিতেছে এই যা বাংলা সিরিয়ালের ইতিহাসে তৈরি করেছে এক বিরাট রেকর্ড। আজ অব্দি মিঠাই সিরিয়ালের জনপ্রিয়তার ধারে কাছে পৌঁছাতে পারিনি কেউই।

বিশেষ করে এই মুহূর্তে জি বাংলার অন্যতম পুরনো একটি সিরিয়াল মিঠাই। কিন্তু তারপরেও যে ভাবে এই সিরিয়ালটি এতদিন ধরে দর্শক মহলে নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাই সপ্তাহ জুড়ে দর্শকদের মনোরঞ্জনের কোনো রকম কমতি রাখেন না এই সিরিয়ালের নির্মাতারাও।সময়ের সাথে সাথে এই সিরিয়ালের টিআরপি হয়তো কমেছে ঠিকই, কিন্তু মিঠাই নিয়ে ভক্তদের পাগলামি আজও রয়েছে চোখে পড়ার মতো।

Siddhartha Mithai

দু বছর আগে করোনা মহামারির কোপে পড়ে লকডাউনে যখন গৃহবন্দী গোটা বাংলা। তখন সবাইকে একেবারে নিখাদ বিনোদনের স্বাদ দিতে একান্নবর্তী বাঙালি পরিবারের ঐতিহ্য ফিরিয়ে এনেছিল জি বাংলার মিঠাই। ২০২০ সালে আজকের দিনে অর্থাৎ ৪ জানুয়ারি টিভির পর্দায় যাত্রা শুরু হয়েছিল মিঠাই রানীর। জনাইয়ের বিখ্যাত  মিষ্টি মনোহরা ফেরি করতেই মোদক পরিবারে প্রথমবার পা রেখেছিল মিঠাই।

সেই থেকে এই দু বছরে ধারাবাহিকে এসেছে বিরাট পরিবর্তন। দীর্ঘদিনের এই যাত্রাপথে কলা কুশলীদের ঝুলিতে উঠেছে একাধিক সম্মান আর পুরস্কার। সেই সাথে সকলেই পেয়েছেন সিরিয়াল প্রেমী দর্শকদের অফুরন্ত ভালোবাসা। নায়িকা মিঠাই-এর মৃত্যুর পর এই সিরিয়ালের নিয়মিত দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন মিঠিই  কি আসল মিঠাই? এই প্রশ্নের উত্তর খুঁজে হয়রান সকলেই।

তবে আশা করা যাচ্ছে নতুন বছরে খুব তাড়াতাড়ি সেই রহস্যের সমাধান করবেন এই সিরিয়ালের নির্মাতারা।  তবে মিঠাইয়ের দু’বছরের জন্মদিন বলে কথা! তাই এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ার পাতায় শুভেচ্ছা জানিয়ে একটি বিশেষ ভিডিও কোলাজ সহ মিঠাই-সিদ্ধার্থের একটি মিষ্টি ছবি এবং সিরিয়ালের একটি বিখ্যাত গানের ভিডিও শেয়ার করা হয়েছে চ্যানেল কর্তৃপক্ষের তরফে। প্রত্যেকটি পোষ্টের কমেন্ট সেকশনেই ভালোবাসার একেবারে মুড়িয়ে দিয়েছেন মিঠাই ভক্তরা। এখন দর্শকদের দাবি এইভাবেই হাজার পর্ব সম্পন্ন হোক সিরিয়ালের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥