• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বড়দিনের বড় চমক! ছেলের মন ভালো করতে মনোহরায় ফিরে এল মিঠাই, প্রকাশ্যে নতুন প্রোমো

Published on:

Mithai Chirstmas special new promo on air

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) সবচেয়ে পুরনো সিরিয়াল হলো ‘মিঠাই’ (Mithai)। দর্শকমহলে মিঠাই-এর জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। একসময় একটানা বেঙ্গল টপার হয়ে সমস্ত রেকর্ড ভেঙে গুড়িয়ে দিয়েছিল এই সিরিয়াল। কিন্তু এখন টেলিভিশনের পর্দায় নতুন সিরিয়ালের মেলা। তাই সময়ের সাথে সাথে টিআরপি (TRP) তালিকায় মিঠাই রানীর স্কোর কমতে কমতে তলানিতে ঠেকেছে।

তাই নতুনকে জায়গা দিতে ইতিমধ্যেই স্লট পরিবর্তন হয়েছে সিরিয়ালের। রাত আটটার প্রাইম টাইম স্লট হারিয়ে সন্ধে ছটা থেকে সম্প্রচারিত হচ্ছে মিঠাই। তবে একথা মানতেই হবে টিআরপি তালিকায় স্কোর কমলেও  জনপ্রিতা কমেনি এক ফোঁটাও। সময় পাল্টানোর পরেও স্লট লিডার হয়ে বাজিমাত করছে মিঠাই।

Mithai Serial 700 Episode Celebrtion Cake Cutting Video

আসলে মিঠাই সিরিয়ালের অন্যতম ইউএসপি হল যৌথ বাঙালি পরিবারের একসাথে মিলেমিশে থাকার গল্প। বিগত প্রায় দু বছরে সিরিয়ালের প্রত্যেক সদস্য হয়ে উঠেছেন দর্শকদের একেবারে ঘরের মানুষ। শুরু থেকে মিঠাইয়ের গোটা পরিবারকে খুব ভালোবাসেন দর্শকরা। কিছুদিন আগে হই হই করে সিরিয়ালের ৭০০ পর্বের সেলিব্রেশনে মেতেছিল এই সিরিয়ালের কলাকুশলীরা।

Mithai Chirstmas special new promo on air

বছর শেষের আগে সামনেই আসছে বড়দিন। গতবারের মতো এবারও মিঠাই তে বড়দিনে থাকছে নতুন চমক ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সিরিয়ালের বড়দিন স্পেশাল নতুন প্রমো। সেখানে দেখা যাচ্ছে এই বড়দিনে ছোট্ট শাক্য সান্টার কাছে নিজের মা কে ফিরে পাওয়ার জন্য উইশ পাঠাচ্ছে। শাক্যর সেই কথা আড়াল থেকে শোনে মিঠি।

https://youtu.be/PCsWZKq0ACE

তারপর সে নিজেই মিঠাইয়ের মতো শাড়ি গয়না পরে সেজে আসে শাক্যর কাছে। আর শাক্য ভাবে সান্টা সত্যিই তার মাকে তার কাছে পাঠিয়ে দিয়েছে। বছর শেষের আগে বড়দিনে এমন একটা সারপ্রাইস পেয়ে দারুন উত্তেজিত মিঠাই ভক্তরাও। তবে মিঠিই মিঠাই কিনা তা এখনও স্পষ্ট করেন নি লেখিকা।তাই সত্যিটা জানার জন্য আপাতত নিয়মিত মিঠাই দেখা ছাড়া কোনো উপায় নেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥