বাংলা জুড়ে ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। দীর্ঘ এই ২ বছরের সফরে মনোহরার মিষ্টি মিঠাইরানী হয়ে উঠেছেন দর্শকদের একেবারে ঘরের মেয়ে। তাকে এক ডাকে চেনে গোটা বাংলা। গোপালের আশীর্বাদ আর দর্শকদের ভালোবাসার জোরেই এই সিরিয়ালের নায়িকা সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সাফল্যের চূড়ায়।
দীর্ঘদিনের এই পথচলায় এই সিরিয়ালের সুবাদেই একাধিক পুরস্কার আর সম্মান এসেছে পর্দার মিঠাইরানির ঝুলিতে। সেই সাথে দর্শকদের অফুরন্ত ভালোবাসা আর আশীর্বাদ তো আছেই। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে এখন রীতিমতো সুপারস্টার হয়ে উঠেছেন মিঠাই। বাংলা সিরিয়ালের অভিনেত্রী হয়েও তাঁর এই জনপ্রিয়তা অনেক সেলিব্রেটিদের কাছেই ঈর্ষণীয়।
সোশ্যাল মিডিয়াতেও নজরকাড়া ফ্যান ফলোয়িং রয়েছে অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ার পাতায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অভিনেত্রীর নামের একাধিক ফ্যান পেজ। সেখানে তো এই মিষ্টি নায়িকাকে নিয়ে দর্শকদের পাগলামির অন্ত নেই। মিঠাই চরিত্রে সৌমিতৃষার অভিনয় দেখে দর্শকরা এতটাই মুগ্ধ যে ইতিমধ্যেই কেউ কেউ তো তাকে অস্কার দেওয়ার কথাও বলেছেন।
প্রসঙ্গত এতদিন এই সিরিয়ালের অনুরাগীরা তাদের প্রিয় তারকাদের সাথে দেখা করার জন্য প্রায়ই ছুটে ছুটে স্টুডিওয়তে আসতেন। কিন্তু মাজখানে কিছু কারণের জন্য সেই নিয়মে বদল আনা হয়। আর তাতে বেশ মন খারাপ হয়ে গিয়েছিল ভক্তদের। তবে মিঠাই সিরিয়ালের মতোই বাস্তবেও নিজের ভক্তদের মন বোঝেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা।
তাই তো অনুরাগীদের মন ভালো করতে বিরাট উপহার (Gift) দিলেন খোদ অভিনেত্রী নিজেই। সামনেইআসছে ফ্রেব্রুয়ারি মাস। আর এই মাসটা সকল মিঠাই ভক্তদের জন্যই উৎসবের মাস। কারণ আগামী মাসের ২৪ তারিখ জন্মদিন (Birthday) অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর। আর এদিন সোশ্যাল একটি পোস্টের মাধ্যমে ভক্তদের উদ্যেশ্যে অভিনেত্রী জানালেন ফ্রেব্রুয়ারির পুরো মাসটাই তাঁর জন্মদিন উপলক্ষে স্টুডিও খোলা থাকবে।
তাই কেউ যদি দেখা করতে চান তাহলে ২৩-২৬ বাদে ফেব্রুয়ারি মাসের যেকোনো দিনই তাঁর সাথে দেখা করতে যেতে পারে। উলেখ্য ২৩ থেকে ২৬ গোটা জন্মদিনটা অভিনেত্রী ঘুরতে যাচ্ছেন। তাই জন্মদিনে প্রিয় অভিনেত্রীর দেখা না পেলেও ভক্তরা খুশি যে নিজের ব্যস্ত শিডিউল থেকে সময় বার করে অবশেষে ঘুরতে যাচ্ছেন তাদের প্রিয় অভিনেত্রী।