বিনোদন প্রিয় বাঙালি দর্শকদের পদছন্দের তালিকায় সিরিয়াল রয়েছেই। টেলিভিশনের পর্দায় একাধিক সিরিয়াল রয়েছে ঠিকই, তবে মিঠাই (Mithai) সিরিয়ালের জনপ্রিয়তা কিন্তু আলাদাই রয়েছে। একথা যে কেউ স্বীকার করে নিতে বাধ্য। সিরিয়ালের সৌমিতৃষা কুন্ডুর (Soumitrisha Kundu) অনবদ্য অভিনয় আলাদাই মাত্রা এনেছে। অবশ্য আদৃত রায়, তন্বি লাহা রায়, কৌশাম্বি চক্রবর্তী (Kaushambi Chakraborty) সহ বাকিদের অভিনয়ও কিন্তু বেশ জনপ্রিয় সকলের কাছেই।
একসময় সমস্ত সিরিয়ালকে টেক্কা দিয়ে একাই প্রায় একবছর ধরে টিআরপি লিস্টে প্রথম ছিল মিঠাই। তবে ইদানিং কিছুটা পয়েন্ট কিছুটা কমেছে, অবশ্য তাতে জনপ্রিয়তায় এতটুকুও প্রভাব পড়েনি। বর্তমানে নিপার বিয়ে নিয়ে জমজমাট পর্ব চলছে। অনেক বাঁধা পেরিয়ে শেষমেশ রুদ্র দাকেই বিয়ে করছে নিপা। তবে মা রাজি নেই তাই বাড়ি থেকেই পালিয়ে হল্লা পার্টির দৌলতেই সম্পন্ন হচ্ছে বিয়ে।
কিন্তু নিপার বিয়ে বাদেও আরও একটি বিষয় নিয়ে সম্প্রতি বেশ চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু যে সুন্দরী সে বিষয়ে দ্বিমত নেই কারোরই। তবে সিরিয়ালের আরেক অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তীকে নিয়ে এবার শুরু হয়েছে আলোচনা। সিরিয়ালের দৌলতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। বেড়েছে সোশ্যাল মিডিয়া ফলোয়ারও। শেখাবেন নিত্য নতুন ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। কখনো ওয়েস্টার্ন তো কখনো ট্র্যাডিশনাল পোশাকে দেখা যাচ্ছে তাকে।
শুধু তাই নয়, কৌশাম্বি চক্রবর্তী নাকি প্রেম করছেন সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায়ের সাথে এই নিয়েও গুজবের অন্ত নেই। টলি পাড়ায় দুজনের প্রেম নিয়ে জবর চর্চা চলছেই। কিছুদিন আগে অভিনেত্রীর জন্মদিনে তাঁর বাড়িতেই সেলিব্রেশনে হাজির হয়েছিলেন সকলে ছিলেন আদৃতও। এদিকে মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা ছিলেননা। এর জেরেই আরও জোরালো হয়েছে গুঞ্জন যে সত্যিই হয়তো প্রেম করছেন তাঁরা। তবে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল খবর মেলেনি।
এসবের মাঝেই মিঠাই ভক্তরা দুভাগে ভাগ হয়েছেন। কি বিষয়ে? সেটা হল কে বেশি সুন্দরী সেটা নিয়ে। কারোর মতে মিঠাই সবচাইতে বেশি সুন্দরী তো কেউ আবার বলছেন কৌশাম্বিই নাকি বেশি সুন্দরী। তবে আসলে দেখতে গেল একী দুজনেই দুজনের মত করে সুন্দর এমন মন্তব্যও করেছেন অনেকেই।