• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জয় গোপাল! এসে গেল মোদক পরিবারের ছোট্ট হালুম, নতুন সময়ের সাথেই এল মিঠাইরানির সাধভক্ষণের প্রোমো

Updated on:

Mithai Sadh new promo comes out

‘সুখে দুখে মিষ্টি মুখে মিঠাই’ (Mithai)! সিরিয়ালের গানের মধ্যে দিয়েই বলা হয়েছে জীবনের সার কথা। বিগত প্রায় দু বছর ধরে বাঙালির ড্রয়িং রুম থেকে এই সিরিয়ালের সদস্যদের সাথে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে এক আত্মীয়তার সম্পর্ক। সেই সম্পর্কে আবেগ,শ্রদ্ধা, ভালবাসা রয়েছে সবকিছুই। তাই জি বাংলার মিঠাই সিরিয়ালের প্রত্যেক সদস্যদেরই ভীষণ ভালোবাসেন দর্শকরা।

দেখতে দেখতে কবে যেন মনোহরার এই মোদক পরিবারের সদস্যদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে উঠেছেন দর্শকরা। একটা সময় ছিল যখন দর্শক মিঠাই মানেই বুঝতেন চমক। প্রতি সপ্তাহেই একের পর এক চমক এনে মন জয় করে নিয়েছিল দর্শকদের । যার ফলে সমস্ত রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়ে ৫৬ বার বেঙ্গল টপারের  শিরোপা জিতেছিল মিঠাই।

Mithai Sadh new promo comes out

কিন্তু সব সময় একটা সিরিয়ালই বারবার টপার হবে এমন কোন কথা নেই। তাই ইদানিং সময়ের সাথে সাথে একেবারে তলানিতে থেকেছে এই সিরিয়ালের টিআরপি। যার ফলে বেঙ্গল টপার তো দূরের কথা ইদানিং সেরা পাঁচেও ঠাঁই হচ্ছে না মিঠাই রানীর । এরই মধ্যে মিঠাই সিরিয়ালের ভক্তদের জন্য এসেছে একটা বড়সড় ধাক্কা।

Mithai Sadh new promo comes out
১৪ নভেম্বর থেকে সময় পাল্টে যাচ্ছে সিরিয়ালের । নতুন সিরিয়াল আসায় রাত ৮ টার বদলে সন্ধে ৬টা থেকে সম্প্রচারিত হবে মিঠাই । এবার এই খবরের শিলমোহর দিয়ে চ্যানেলের তরফেও শেয়ার করে নেওয়া হলো মিঠাই সিরিয়ালে নতুন প্রোমো (New Promo) । ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে এক রাতের সিঁদুর লেপটানো দেখিয়েই মা হতে চলেছে মিঠাই।

Mithai Sadh new promo comes out

যা নিয়ে দর্শকদের অভিযোগের শেষ নেই। কারণ মিষ্টি জুটি সিড-মিঠাইয়ের মধ্যে আরও একটু বেশী রোম্যান্স দেখার ছিল তাদের। আগেই জানা গিয়েছিল মিঠাইরানির মা হওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি লিপ নিতে চলেছে এই সিরিয়াল । এরইমধ্যে অবশেষে প্রকাশ্যে এলো মিঠাই-এর সাধ ভক্ষণের (Sadhbhakhan) নতুন প্রমো। এই প্রমো দেখে ফের একবার বোঝা গেল মিঠাই সব সময় ইউনিক।

কারণ এই প্রোমোতে মোদক পরিবারের মিষ্টি বৌমা মিঠাইকে বলতে শোনা গিয়েছে। সে যেমন মা হচ্ছে তার সিদ্ধার্থ (Sidhartha)-ও তেমনি বাবা হচ্ছে। তাই এই সাধের অনুষ্ঠানে সে একা নয় সাধ খাবে তার উচ্ছেবাবুও।এই কথা শুনে হল্লা পার্টির সকল সদস্য স্বভাবসিদ্ধ ভঙ্গীতেই জয় গোপাল চিৎকার করে ওঠে।এখন দেখার আগামিদিনে ধারাবাহিকের নতুন লিপ নেওয়ার সাথে সাথে সিরিয়ালের উপর কি প্রভাব পড়তে চলেছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥