আজকের দিনে বিনোদন জগতের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে সিরিয়াল। তাই প্রতিদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই চায়ের সাথে মুখরোচক তেলে ভাজার মতোই সিরিয়ালটাও রোজকার জীবনের একটা অঙ্গ হয়ে উঠেছে। আর বর্তমানে দর্শকদের কাছে সিরিয়াল মানে হয় জি বাংলা নয়তো স্টার জলসা। তাই প্রতি সপ্তাহের টিআরপির রেটিং পয়েন্ট নিয়ে এই দুই চ্যানেলের মধ্যে লক্ষ্য করা যায় হাড্ডাহাড্ডি লড়াই।
এই কারণেই ধারাবাহিকের অনুরাগীদের মধ্যেও চলে দেদার প্রতিযোগিতা। জি বাংলার দুটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’ এবং ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’। দুই ধারাবাহিকের নায়িকা মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু এবং উর্মি অর্থাৎ অন্বেষা হাজরার অভিনয়ে মুগ্ধ ভক্তরা। কিন্তু তবুও ধারাবাহিকের অনুরাগীদের মধ্যে মিঠাই ভালো না উর্মি ভালো তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিরন্তর তরজা চলতেই থাকে৷
একদল বলে মিঠাই বেস্ট তো আরেকদল ফুঁসে উঠে প্রমাণ করে ছাড়ে উর্মিই সবচেয়ে ভালো। এবার কার্যত এই ভেদাভেদ বন্ধ হল। আসলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছিল, জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড। এই অনুষ্ঠানে মূলত বেছে নেওয়া হয় বিনোদন জগতের বিভিন্ন ক্ষেত্রের সেরা দের, এবং তাদের সম্মানিত করা হয়।
এই শো-তে সেরা অভিনেত্রীর পুরস্কার ঝুলিতে ভরেছেন ‘এই পথ যদি না শেষ হয়’ এর উর্মি এবং মিঠাই দুজনেই। আর এই ঘটনার পরেই কার্যত সমস্ত ভেদাভেদ ভুলে আনন্দে মেতে উঠেছেন দুই ধারাবাহিকের অনুরাগীরা।
View this post on Instagram
আসলে এই দুই ধারাবাহিকেরই প্রধান ইউএসপি, ধারাবাহিকের ঝলমলে মন ভালো করা গল্প। মজার মজার চরিত্র, একান্নবর্তী পরিবারের যৌথতা, আর নায়ক নায়িকার দুষ্টু মিষ্টি প্রেম। দুই ধারাবাহিকেই কূটনীতি আর খল চরিত্র নেই বললেই চলে, আর সিনেবোদ্ধাদের মত এই কারণেই ‘মিঠাই’ এবং ‘পথ যদি না শেষ হয়’ এর এত্ত জনপ্রিয়তা।