• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্মৃতি ফিরতেই শেষ হবে মিঠাই, বদলে আসছে নতুন সিরিয়াল! ‘পাকা খবর’ পেতেই মনখারাপ ভক্তদের

বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের কাছে আবেগের আর এক নাম জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai)। বাংলা সিরিয়ালের ইতিহাসে এই সিরিয়ালটি একটি মাইলস্টোন। নিজেদের মধ্যে এমনটাই বলাবলি করেন এই সিরিয়ালের অনুরাগীরা। তাই সময়ের সাথে সিরিয়ালের টিআরপি (TRP) কমলেও আজও মিঠাই রাজ করছে দর্শকদের মনের সিংহাসনে।

তাই আজও মিঠাইরানির জনপ্রিয়তার ধারে কাছে পৌঁছাতে পারেনি কেউ।  সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন শুরু থেকেই এই ধারাবাহিকে মিঠাইরানির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) আর সিদ্ধার্থ চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেতা আদৃত রায়কে (Adrit Roy)।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,শেষ,End,জল্পনা,Rumour,নতুন সিরিয়াল,New Serial,ফুলকি,Phulki

এই দুই বছরে দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছেন পর্দার মিঠাই-সিদ্ধার্থ জুটি। তাই এই প্রিয় জুটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের পাগলামীর অন্ত নেই। তাই  নিন্দুকরা মিঠাই নিয়ে ট্রোল করলেই তাদের একেবারে ধুয়ে দেন মিঠাই ভক্তরা। কাজেই বাংলা জুড়ে মিঠাই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। দর্শকরা তাঁদের জুটিকে ভালোবেসে নাম দিয়েছেন ‘সিধাই’ (Sidhai)।

Mithai actress Soumitrisha's post gives another hint audience get exited

সময়ের সাথে সাথে সিরিয়ালের সম্প্রচারের সময় যেমন পরিবর্তন হয়েছে, তেমনই গল্পে এসেছে নিত্যনতুন চরিত্র আর নতুন ট্র্যাক। বিশেষ করে এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরনো সিরিয়াল হয়েও যেভাবে নতুন সিরিয়ালের ভীড়ে নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছে মিঠাই তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন সময়ের সাথে এখন বেশ অনেকটাই এগিয়ে গিয়েছে এই সিরিয়ালের গল্প। সিড মিঠাইয়ের জীবনে এখন যোগ হয়েছে দুই খুদে সদস্য শাক্য আর তার বোন মিষ্টি। তবে আজও ৫৬ বারের বেঙ্গল টপার এই সিরিয়াল নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,শেষ,End,জল্পনা,Rumour,নতুন সিরিয়াল,New Serial,ফুলকি,Phulki

কিছুদিন আগেই দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে সিরিয়ালে ফিরে এসেছে মিঠাই। আর নায়িকা ফিরতেই  টিআরপি তালিকাতেও নাম্বার বেড়েছে হুড়মুড়িয়ে। তবে এসবের মধ্যেই এবার মিঠাই ভক্তদের জন্য আসছে  মন খারাপের খবর। এমনিতে সব শুরুরই শেষ আছে। ব্যতিক্রম নয় মিঠাইও। শোনা যাচ্ছে জি বাংলার আরও এক নতুন সিরিয়ালকে জায়গা দিতে এবার সত্যিই শেষের মুখে বাংলার এই লোকপ্রিয় মেগা সিরিয়াল।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,শেষ,End,জল্পনা,Rumour,নতুন সিরিয়াল,New Serial,ফুলকি,Phulki

এমনিতে বহুদিন ধরেই টেলিপাড়ায় মিঠাই শেষ হওয়ার গুঞ্জন ডানা মেলেছে। এরইমধ্যে আজই সোশ্যাল মিডিয়া জুড়ে ভরেছড়িয়ে পড়েছে একটি খবর। শোনা যাচ্ছে মিঠাইয়ের স্লটে খুব তাড়াতাড়ি আসছে জি বাংলার নতুন সিরিয়াল ‘ফুলকি’। এবার নাকি বিপুল গ্যাপে স্লট লিডার হয়েই শেষ হয়ে যাচ্ছে মিঠাই। নতুন সিরিয়ালের বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনও কিছু জানা না গেলেও সোশ্যাল মিডিয়ার দৌলতে মিঠাই শেষ হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে সর্বত্র।

site