• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যিই শেষের পথে ‘মিঠাই’? মন খারাপের মাঝে আশার আলো দেখিয়ে ‘বড় ঘোষণা’ পরিচালকের

Published on:

মিঠাই,Mithai,বাংলা সিরিয়াল,Bengali Serial,শেষ,End,জল্পনা,Rumour,পরিচালক,Director,রাজেন্দ্র প্রসাদ দাস,Rajendra Prasad Das,প্রতিক্রিয়া,Reaction

‘মিঠাই (Mithai) শেষ হয়ে যাচ্ছে!’ সোশ্যাল মিডিয়া খুললেই এই একটাই খবর চোখে পড়ছে বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমী দর্শকদের। আর স্বাভাবিক ভাবেই প্রিয় সিরিয়াল শেষ হয়ে যাওয়ার খবর মিলতেই মুখ ভার হয়ে আছে এই সিরিয়ালের অসংখ্য অনুরাগীদের। প্রসঙ্গত এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরোনো সিরিয়াল মিঠাই নিয়ে কিন্তু বেশ চিন্তায় রয়েছেন অনুরাগীরা।

বয়স ২ বছর পেরিয়ে গেলেও আজও  কিন্তু বাংলা জুড়ে রমরমিয়ে চলছে মিঠাই। জনপ্রিয়তায় আঁচ পড়েনি এক ফোঁটাও। তাই মিঠাই শেষ হওয়ার জল্পনা কানা আসতেই ভক্তদের দাবি ‘গুজবে কান দেবেন না’। আসলে গত এক বছরে যখন থেকে সিরিয়ালের একটু কমতে শুরু করেছে কিংবা সম্প্রচারের সময় বদলেছে তখনই ডানা মেলেছে মিঠাই শেষের গুঞ্জন।

Mithai Air Off New Serial Phulki

তবে ইতিপূর্বে যতবারই মিঠাই শেষের খবর মাথাচাড়া দিয়ে তা ভুল প্রমাণিত হয়েছে। তবে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে মিঠাই শেষ হওয়ার খবরে কার্যত তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া। কিন্তু কেন? হটাৎ এমন জল্পনা তৈরী হওয়ার নেপথ্য কারণ কি? তা বুঝতে পারছেন না অনেকেই। আসলে এদিন দাবানলের গতিতে মিঠাই শেষ হওয়ার খবরের সাথে ছড়িয়ে  পড়েছে আরও একটা খবর।

Mithai air off rumour Last Telecast Date

তা হল জি বাংলায় শুরু হবে নতুন সিরিয়াল ফুলকি। আর এই সিরিয়ালকে জায়গা দিতেই নাকি শেষ হবে মিঠাই। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত চ্যানেল কতৃপক্ষের তরফে কোনো নিশ্চয়তা মেলেনি। তাই আসল সত্যিটা কি? তা জানতে সম্প্রতি সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হয়েছিল খোদ মিঠাই সিরিয়ালের পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাসের সঙ্গে।

মিঠাই,Mithai,বাংলা সিরিয়াল,Bengali Serial,শেষ,End,জল্পনা,Rumour,পরিচালক,Director,রাজেন্দ্র প্রসাদ দাস,Rajendra Prasad Das,প্রতিক্রিয়া,Reaction

জল্পনা উড়িয়ে জবাবে পরিচালক জানিয়েছেন ‘আপনাদের মতো আমিও শুনছি মিঠাই নাকি শেষ হচ্ছে। এক বছর ধরে আমি এটাই শুনছি। গত বছরও যখন মাঝে টিআরপি একটু ডাউন ছিল, তখন আমাকে অনেকে এই প্রশ্ন করেছে। আমি তো চ্যানেলের কেউ নই, আমি পরিচালক। চ্যানেল যতক্ষণ না পর্যন্ত চ্যানেলের তরফে আমাকে জানানো হচ্ছে ততক্ষণ আমি কিছু জানি না’।

তবে সব শুরুর একটা শেষ থাকে। সেকথাই মনে করিয়ে দিয়ে তিনি এদিন বলেছেন, ‘একটা সিরিয়াল শুরু হলে শেষ তো হবেই, তবে সেটা কবে হবে আমি জানি না’। সেইসাথে তাঁর আরও সংযোজন  ‘মিঠাই শেষের গুঞ্জন নিয়ে এখন আর কিছু ভাবি না। এক বছর বন্ধ হবে হবে করে চলছে। টাইম স্লট চেঞ্জের সময়ও এই গুজব রটেছিল। লোকজনের এখন নতুন সিরিয়াল লঞ্চ হলেই মনে হয় মিঠাই শেষ হবে।’ খোদ পরিচালকের মুখে একথা শোনার পর শেষমেশ কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন মিঠাই ভক্তরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥