বাংলার সিরিয়াল প্রেমীদের কছে ‘মিঠাই’ সিরিয়ালের আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই। জনপ্রিয়তার নিরিখে বাংলার অন্যতম সেরা সিরিয়াল হল মিঠাই। তাই প্রত্যেকদিন ‘সুখে দুঃখে’ দর্শকদের মিঠাই চাই-ই চাই। পছন্দের মিঠাইরানিকে না দেখা পর্যন্ত গোটা দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় দর্শকদের। সিরিয়ালের দুষ্টু মিষ্টি নায়িকা মিঠাই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু।
শুরু থেকেই তার অভিনয় মন ছুঁয়েছে দর্শকদের। আর দিনে দিনে বেড়েই চলেছে অভিনেত্রীর ভক্তদের সংখ্যা। ফেসবুক হোক কিংবা ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ে মিঠাই অভিনেত্রী সৌমিতৃষার দুর্দান্ত ফ্যান ফলোয়িং। এমনিতে সোশ্যাল মিডিয়ায় বরাবরই নিয়মিত অ্যাক্টিভ থাকেন সৌমিতৃষা। ভক্তদের সাথে ভাগ করে নেন নানান সুখ দুঃখের মুহুর্ত।
আসলে মিঠাইয়ের মতোই সৌমিতৃষাও বাস্তবে দারুন হাসিখুশি একজন মনের মানুষ। সারাক্ষণ চুটিয়ে উপভোগ করেন জীবনটাকে। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রাখলে এ দৃশ্য চোখে পড়ে হামেশাই। উল্লেখ্য এই সিরিয়ালে মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা ছাড়াও জনপ্রিয়তা রয়েছে একাধিক তারকার।
এই তালিকায় রয়েছেন মোদক পরিবারের বড় নাতজামাই রাজীব চরিত্রের অভিনেতা সৌরভ চ্যাটার্জী। সৌরভের অভিনয়ও দর্শকমহলে দারুন প্রশংসিত। তবে সম্প্রতি মিঠাইয়ের এই বড় জামাইবাবু অর্থাৎ রাজীবই মিঠাইকে বিয়ে করার আর্জি জানিয়ে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। না এটি ধারাবাহিকের কোনো নতুন মোড়, নয়।
বাস্তব জীবনে জামাই রাজার প্রেমে হাবুডুবু খাচ্ছেন মিঠাই রাণী! তাই রাজীব বাস্তবেই মিঠাইকে বিয়ের প্রস্তাব দিয়েছেন! আসুন জেনে নেওয়া যাক আসল ঘটনাটি।সম্প্রতি সৌরভ সোশ্যাল মিডিয়ায় ধুতি পাঞ্জাবি পরে একটি ছবি শেয়ার করেছিলেন। সেই ছবিতে কমেন্ট করে মিঠাই লিখেছিলেন “এবার বিয়েটা হয়েই যাক জামাই রাজা”। উত্তরে সৌরভ লেখেন “যবে তুমি বলবে”। ব্যাস সৌরভের এমন কমেন্ট দেখে অনেকেই ভাবছেন সৌমিতৃষা আর সৌরভ বাস্তবে প্রেম করছেন।